দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনলাইনের প্রায় সমস্ত কাজই এখন স্মার্টফোনের মাধ্যমে করে নেওয়া সম্ভব হয়। কিন্তু স্মার্টফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। কারণ কোনও কারণে ফোন চার্জিং-এর ব্যবস্থা না থাকলে পুরোপুরি অকেজো হয়ে যায় ওই ডিভাইস।
সহজেই স্মার্টফোনের ব্যাটারির হেলথ বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ ফোনে একবার চার্জ দিয়ে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন নিজের পছন্দের স্মার্টফোন। দ্রুত চার্জ শেষ হওয়ার চিন্তা থাকবে না। এর জন্য ফোনের সেটিংসে ছোটো একটি পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে।
অপটিমাইজিং নাইট চার্জিং
প্রায় প্রতিটি ফোনেই রয়েছে প্রটেক্ট ব্যাটারি অথবা অপটিমাইজিং নাইট চার্জিং ফিচার। অ্যান্ডরয়েডের প্রতিটি ফোনের সেটিংসে থাকে এই ফিচার। ওই ফিচারটি চালু করলে প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীদের স্লিপিং প্য়াটার্ন ট্র্যাক করবে। এর ফলে ব্যবহারকারীরা যখন ঘুমাবে সেসময় ব্যাটারির খরচ নিজে থেকেই কমিয়ে দেবে স্মার্টফোন।
স্মার্টফোনে কভারের ব্যবহার-
স্মার্টফোনের কভার ব্যবহার করলে ফোন গরম হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে ব্যাটারির আয়ু কমে। আর সেকারণে ব্যাটারি ভালো রাখতে স্মার্টফোন থেকে সর্বদা কভার খুলে রাখা জরুরি।