Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Technology

1 month ago

Photography Tips & Tricks: ভ্রমণের ছবি হয়ে উঠুক আরও প্রাণবন্ত! রইল ৫টি ফটোগ্রাফি কৌশল

waterfalls Photography
waterfalls Photography

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মের ছুটিতে পাহাড়ি ঝর্নার ধারে বেড়াতে গিয়ে অনেকেই ক্যামেরা বা ফোন তুলে ধরেন একঝলক স্মৃতি বন্দি করতে। অথচ দেখা যায়, এক ঝর্না হলেও দুই জনের তোলা ছবি একেবারেই আলাদা! একটির ফ্রেমে যেন প্রাণ ফিরে পেয়েছে জলধারা, আরেকটি ছবিতে যেন হারিয়ে গেছে তার গতি আর সৌন্দর্য। তাই বেড়াতে গিয়ে ছবি তোলার আগে, কয়েকটি কৌশল মাথায় রাখলে ছবি হতে পারে আরও ভাল, প্রাণবন্ত।

চলুন জেনে নেওয়া যাক কৌশল গুলি কি কি -

১)আলো-ছায়ার খেলা: সূর্য যখন উঠছে ঠিক সেই সময় কোনও জায়গার ছবি হয় এক রকম, ভরদুপুরে আর একরকম। আর সন্ধ্যা নামার মুখে সেই ছবি একই স্থান থেকে তোলা হলেও বদলে যায় সেটি। পুরোটাই হয় আলোর খেলায়। ভালো  ছবি তোলার জন্য যথাসম্ভব প্রাকৃতিক আলোর ব্যবহার করা দরকার। ভোরে এবং  বিকেলে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় যে জিনিসটির ছবি তুলছেন, সেই বিষয়বস্তুর উপর যে আলো পড়ে সেটি সোনালি দেখায়, একে বলে ‘গোল্ডেন লাইট’। সেই সময় ঝর্নার ছবি যত সুন্দর হবে, ভরদুপুরে কিন্তু ততটা নয়। কারণ, সেই আলো। আবার সন্ধে নামার মুখে আলো কমে গেলে ছবিতে ছোট ছোট দানার মতো দাগ হয়। এটি কম আলোর জন্য হয়। সুতরাং ছবি তোলার সময় আলোর ব্যবহার বুঝলে,তবেই নাটকীয়তা তৈরি হবে। 

২)লেন্স পরিচ্ছন্ন করা জরুরি: মোবাইল নিয়ে দিনরাত ঘোরাঘুরি করার ফলে, লেন্সও ধুলো-ময়লা পড়ে। বিষয়টি নিয়ে চট করে মাথা ঘামান না ঠিকই। তবে নোংরা লেন্স কায়দা করে তোলা ছবির সৌন্দর্যও নষ্ট করতে পারে। ছবি ঝাপসা হতে পারে। লেন্সে ময়লা লেগে থাকলে দাগও হতে পারে।

৩)অতিরিক্ত জ়ুম নয়: দূরের বিষয়বস্তুর ছবি তোলার জন্য যে কেউ জুম লেন্স ব্যবহার করেন। এর কাজ হল দূরের জিনিস কাছে আনা। কিন্তু জ়ুম করলে ছবি ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। ছবি খুব বেশি স্পষ্টও হয় না এতে। ছবি তোলার সময় বিষয়বস্তুর যতটা কাছে যাওয়া সম্ভব হবে, ততটা কাছে গেলে বেশি ভাল ছবি উঠবে। কোনও প্রজাপতির ছবি তুলতে যাচ্ছেন। কাছে গেলে প্রজাপতি উড়ে যাবে ঠিকই, কিন্তু ভাল ছবি তুলতে গেলে যথাসম্ভব নিঃশব্দে তার কাছাকাছি গিয়ে ছবিটি তুললে গুণমান ভালো হবে।

৪)সঠিক কোণ নির্বাচন: ঝর্নার ছবি যদি ঝর্নার সমান্তরাল কোনও স্থান থেকে তোলা হয়, এক রকম দেখতে লাগবে। ঝর্নার নীচ থেকে ক্যামেরা ধরলে সেই ছবি হবে আর এক রকম। মাঝামাঝি স্থান থেকে ঝর্না দেখতে লাগবে অন্য রকম। যে কোনও বিষয়বস্তুর বিভিন্ন কোণ, স্থান থেকে তুললে ছবিতেও বৈচিত্র আসবে।

৫) ফ্রেমের বিষয়বস্তু : পাহাড়ের বুকে সূর্যোদয় হচ্ছে। সূর্যের ছবিটা ফ্রেমের কোথায় রাখবেন? সচরাচর লোকজন বলবে, মাঝে থাকবে বিষয়বস্তু। কিন্তু ছবি তোলার ‘রুল অফ থার্ড’-এর নিয়ম বলছে, সূর্য হয় কিছুটা বাঁয়ে নয়তো ডাইনে থাকবে। ফ্রেমের মাঝে নয়। ক্যামেরার যে চৌখুপি পর্দা আছে, তাকে সমান ৯টি (৩x৩) ভাগে ভাগ করে নিন। বিষয়বস্তু থাকবে আড়াআড়ি এবং লম্বা লাইন যে বিন্দুতে একে অপরকে ছেদ করছে, সেখানে। পাহাড় রয়েছে। নদীর পাড়ে সূর্যোদয় হচ্ছে। সূর্যের ছবি যদি ডান দিকের বিন্দুতে ধরা হয়, তা হলে নদী বয়ে যাওয়ার ছবিটি থাকবে ফ্রেমের বাম দিকে। অর্থাৎ ডানদিকে সূর্য উঠছে, নদীর স্রোত বইছে ডান থেকে বাম দিকে।

স্মৃতি ধরে রাখার এই দুনিয়ায় সবাই তো ছবি তোলে, কিন্তু আপনার তোলা ছবিটা যেন গল্প বলে — সেটাই আসল। তাই ঝর্ণার পাশে দাঁড়িয়ে শুধু ছবি তুলবেন না, ভাবুন, বুঝুন, আর নিজের চোখ দিয়ে অনুভব করে ফ্রেমে বন্দি করুন প্রকৃতির প্রাণ!

You might also like!