Technology

10 months ago

Redmi A2 And Redmi A2+ : লো বাজেট ভারতে লঞ্চ হল Redmi A2 এবং Redmi A2+ স্মার্টফোন, জেনে নিন দাম

Redmi A2 And Redmi A2+
Redmi A2 And Redmi A2+

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশে স্বল্পমূল্যে জনপ্রিয় মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম Redmi। দেশের মোবাইল ফোনের বাজারে বিপুল জনপ্রিয়তা রয়েছে সংস্থার মডেলগুলির। চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi-এর অধীনস্থ কোম্পানিটি দেশের বাজারে স্মার্টফোনের নতুন সিরিজ, Redmi A2 লঞ্চ করেছে । অত্যন্ত কম দামে এই নতুন মোবাইলের সিরিজটি রেডমির A1 সিরিজের একটি আধুনিক সংস্করণ হিসাবে লঞ্চ করা হয়েছে। সূত্রের খবর, Redmi –র শীর্ষকর্তাদের মতে A1 সিরিজটি তাদের তৈরি করা স্মার্টফোনের মধ্যে অন্যতম সফল একটি মডেল।

Redmi A2 ও Redmi A2+ -এর দাম ও অফার

রেডমি এ২ ফোনের ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৯৯৯ টাকা। আর ২ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ৬,৪৯৯ টাকা। আবার ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ বিকল্পের মূল্য ধার্য করা হয়েছে ৭,৪৯৯ টাকা। ICICI ব্যাঙ্কের কার্ডধারীরা এই ফোনের উভয় ২ জিবি ভ্যারিয়েন্টের উপর ৩০০ টাকা আর ৪ জিবি ভ্যারিয়েন্টের উপর ৫০০ টাকা ছাড় পাবেন। আবার Axis ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ৫০০ টাকা ডিসকাউন্ট।

Redmi A2 ও Redmi A2+ -এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি এ২ ও রেডমি এ২ প্লাস ফোনের সামনে দেখা যাবে ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের এবং এটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০:৯ এসপেক্ট রেশিও ও ৪০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলে।

রেডমি এ২ ও রেডমি এ২ প্লাস স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং QVGA লেন্স। আর সেলফির জন্য থাকছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য উভয় ডিভাইসই মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর ও ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ এসেছে।‌ এগুলিতে এফএম রেডিও-ও পাওয়া যাবে।

Redmi A2 ও Redmi A2+ মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এএমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এগুলিতে অন্তর্ভুক্ত রয়েছে ডুয়েল সিম স্লট, মাইক্রো-ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।


You might also like!