Country

39 minutes ago

SIR: SIR নিয়ে কমিশনের অনড় অবস্থান, সরব তৃণমূল!

TMC against SIR in Bengal
TMC against SIR in Bengal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সংসদের শীতকালীন অধিবেশনে ভোটার তালিকার বিশেষ সংশোধনকে কেন্দ্র করে আক্রমণাত্মক অবস্থানে থাকবে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানা গিয়েছে, তারা ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে এসআইআর ও নির্বাচন কমিশন নিয়ে আলোচনার দাবি জানিয়ে নোটিশ দিয়েছে। তাছাড়া, বিরোধীদের সংবিধান সম্পর্কিত আলোচনায় বাধা সৃষ্টি করতে শীতকালীন অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল।

বুধবার সংবিধান দিবস উদযাপন উপলক্ষে পুরনো সংসদ ভবন তথা সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন। লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদদেরও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যবারের মতো এবারেও সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যে সংবিধান দিবস পালন করা যেত বলেই কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “শীতকালীন অধিবেশনের মধ্যে সংবিধান দিবস পালিত হলে তারপরে সংসদে সংবিধানের উপর আলোচনা হতে পারত। তাতে বিরোধীরাও বলার সুযোগ পেতেন। কিন্তু সরকারপক্ষ তা চায় না। তাই নজিরবিহীনভাবে সংক্ষিপ্ত অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছে।” 

SIR ইস্যুতে রাজ্যের শাসকদল শুরু থেকেই আক্রমণাত্মক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই ইস্যুতে পথে নেমেছেন এবং আন্দোলন এখন দিল্লিতেও শুরু হয়েছে। আগামী শুক্রবার তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে। আগামী সংসদ অধিবেশনে এই বিষয়ে রাজ্যের শাসকদল আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে। সূত্রের খবর, অন্যান্য বিরোধী দলও তৃণমূলের পাশে দাঁড়াতে পারে, এনিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। 

You might also like!