দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অশ্লীলতা রুখতে ইনস্টাগ্রামে চালু হতে চলেছে নতুন ফিচার। এবার থেকে কোনও নগ্ন ছবি বা ন্যুড আর্ট সরাসরি দেখা যাবে না Meta-র ওই প্ল্য়াটফর্মে। কারণ বিশেষ প্রযুক্তির মাধ্যমে নগ্ন ছবি নিজে থেকেই ব্লার করে দেবে ইনস্টা।
নতুন এই আপডেট কী?
সম্প্রতি মেটার তরফে নয়া এই আপডেট সম্পর্কে জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, নগ্নতা থেকে টিনএজারদের দূরে রাখতে এবং সাইবার প্রতারকরা যাতে প্রতারণা না করতে তার জন্যই এই ফিচার চালু করা হচ্ছে।
এছাড়াও ডিরেক্ট মেসেজেও AI প্রযুক্তি ব্যবহার করবে ইনস্টাগ্রাম। যার ফলে নগ্ন কোনও ছবি ডিরেক্ট মেসেজের মাধ্যমেও পাঠালেও তা শনাক্ত করতে পারবে Meta-র ওই প্ল্যাটফর্ম।
অন্যদিকে ইস্টাগ্রামের ডিরেক্ট মেসেজও এবার এনক্রিপটেড হতে পারে। এমনই সম্ভাবনার কথা জানানো হয়েছে সংস্থার তরফে। এর ফলে আগামী দিনে ইনস্টাগ্রামে কথাবার্তা আরও সুরক্ষিত হবে।