Technology

2 days ago

বাজারে এল Honor Play 60 Plus,গ্লোবাল মার্কেটে হল লঞ্চ

Honor Play 60 Plus
Honor Play 60 Plus

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবাজারে চলে এল নতুন স্মার্টফোন। গত বছর Honor Play 50 Plus স্মার্টফোনের আপগ্রেড হিসাবে লঞ্চ হয়েছে Honor Play 60 Plus। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, Snapdragon 4 Gen 2 প্রসেসর, এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি। চলুন Honor Play 60 Plus মডেলের দাম, স্পেসিফিকেশন, ফিচার্স সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Honor Play 60 Plus এর দাম

Honor Play 60 Plus স্মার্টফোন 12GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1499 Yuan অর্থাৎ প্রায় 17,199 টাকা রাখা হয়েছে। 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1699 Yuan অর্থাৎ প্রায় 19,500 টাকায় লঞ্চ করা হয়েছে। চীনে এই স্মার্টফোনটি Phantom Night Black, Moon Shadow White এবং Wonderland Green এর মতো কালার অপশনে সেল করা হবে।

Honor Play 60 Plus এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Honor Play 60 Plus স্মার্টফোনে 720 x 1610 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির এচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট সহ কাজ করে।

প্রসেসর: Honor Play 60 Plus স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিক ওএস সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট সহ 2.3GHz ক্লক স্পীডে কাজ করে।

মেমরি: চীনে Honor Play 60 Plus স্মার্টফোন 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে 8GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 20GB RAM এর ক্ষমতা দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য Honor Play 60 Plus ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Honor Play 60 Plus স্মার্টফোনে 35W রেপিড চার্জিং ফিচার সাপোর্টেড এবং 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Honor Play 60 Plus স্মার্টফোন IP64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এই ফোনের সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

You might also like!