Technology

1 day ago

লঞ্চ হওয়া Samsung Galaxy S25 5G ফোনে ১৫ হাজার টাকা ছাড়, দেখে নিন কেমন হবে ফিচার

Samsung Galaxy S25 5G
Samsung Galaxy S25 5G

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  Samsung Galaxy S25 ফোনটি বাজারে আসার পর বিপুল সংখ্যক ফ্যান ফলোয়ার জুটিয়ে নিয়েছে। এই ফোনের সেল শুরুর  কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ৭০০০ টাকা টাকার ডিসকাউন্ট জারি করেছে। এই ফোনে প্রিমিয়াম ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। সাথে আছে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর। আসুন Samsung Galaxy S25 5G কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ ৫জি এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ৮০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে ইউপিআই পেমেন্টে ২,০০০ টাকা আরও ছাড় পাওয়া যাবে। আবার যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে ৭,০০০ টাকা সরাসরি ছাড় পাওয়া যাবে।

এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ ৫জি কিনতে চাইলে ৪৬,১৫০ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। শুধু তাই নয় নির্বাচিত মডেলের সাথে ৮,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস মিলবে।

Samsung Galaxy S25 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Samsung Galaxy S25 ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির FHD+ পাঞ্চ-হোল স্ক্রিন দেওয়া হয়েছে। এই Dynamic AMOLED 2X ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সহ 1300নিটস পীক ব্রাইটনেস এবং HDR10+ আউটপুট সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন রয়েছে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য এই ফ্ল্যাগশিপ ফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে এবং 8-কোর Orion CPU রয়েছে, যা 4.32GHz ক্লক স্পীডে কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনের চিপসেট NPU এর 40% পর্যন্ত, CPU এর 37% পর্যন্ত এবং GPU এর 30% পর্যন্ত বুস্ট করে ফোনের পারফরমেন্স বাড়িয়ে দেয়। স্মুথ গ্রাফিক্সের জন্য Adreno 740 জিপিইউ এবং ফাস্ট গেমিঙের জন্য Gen 2 AI Engine যোগ করা হয়েছে।

ক্যামেরা

এই স্যামসাঙ ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 120 ডিগ্রী এফওবি এবং সুপার নাইট মোড সাপোর্টেড 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3X অপ্টিক্যাল জুম সহ 10MP টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 12MP Front ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাঙ গ্যালাক্সি এস25 5জি ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার ফিচার সাপোর্ট করে।

অন্যান্য ফিচার

স্যামসাঙ গ্যালাক্সি এস25 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 7 বছরের সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। এই ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, এবং IP68 মতো কানেক্টিভিটি অপশন রয়েছে। একইভাবে স্যামসাঙের পক্ষ থেকে ফোনটিতে Samsung Pay, Samsung DeX এবং Bixby মতো স্মার্ট ফিচার যোগ করা হয়েছে।

You might also like!