Breaking News
 
Narendra Modi : রাহুলকে নিশানা করে মোদী বললেন, ‘শক্তির বিনাশ হতে দেব না’,‘চ্যালেঞ্জ গ্রহণ করলাম’পাল্টা কটাক্ষ মোদীর DG Rajeev Kumar - Election Commission:রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন Elvish Yadav Arrested: অন্য মাত্রার ‘ট্রিপ’ দিতে গিয়ে শ্রীঘরে Bigg Boss জয়ী এলভিশ যাদব,গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে Electoral Bond Controversy:পার্টি অফিসে কেউ রেখে যায় ১০ কোটির বন্ড, কমিশনকে জানিয়েছে নীতীশের দল Arvind Kejriwal:জল দুর্নীতির মামলাতেও ইডির তলব এড়িয়ে গেলেন কেজরীওয়াল, এই মামলায় অভিযোগটা কী Electoral Bonds: স্টেট ব্যাঙ্ক ফের সুপ্রিম-তোপের মুখে,নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশে ডেডলাইন বাঁধল শীর্ষ আদালত

 

Technology

9 months ago

'BGMI' returns to India : Banned কাটিয়ে ভারতে আবার ফিরল 'BGMI'

'BGMI' returns to India (symbolic picture)
'BGMI' returns to India (symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : BGMI- প্রেমীদের জন্য একটি বড় সুখবর । banned কাটিয়ে আবার ভারতে ফিরে আসছে ‘ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ (BGMI)। রবিবার সকাল থেকেই গুগলপ্লেস্টোরে এ Pre-registration অপসন এসে গেছে  এই জনপ্রিয় Game-টির। তবে এই মুহূর্তে শুধুমাত্র android ইউজার রাই এই game-টি ডাইনলোড করতে পারবে । এছাড়াও (IOS) ইউজার রা এই game-টি ডাউনলোড করতে পারবেন ২৯ তারিখে ।

এই খবর শুনে সকাল থেকেই আত্মহারা হয়ে গাছে BGMI প্রেমীরা। তারা সকাল থেকেই Game-টি ডাউনলোড করা শুরু করে দিয়েছে। কিন্তু ডাউনলোড করা গেলেও মোবাইল- এ খেলা যাচ্ছে না এই Game-টি । দক্ষিণ কোরিয়ার সংস্থা Krafton জানিয়েছে  Banned কাটিয়ে এই Game-টি আবার ২৯ তারিখ থেকে সব মোবাইল এ খেলা যাবে। তারা আবার সকল BGMI প্রেমীদের সুস্বাগতম জানিয়েছেন। 

বছর খানেক আগে ভারতের সাথে চীনের সম্পর্ক খারাপ হওয়ার ফলে বহু চীনা app banned করেছিল ভারত সরকার । আর সেই banned- র  মধ্যে পড়ে গিয়েছিলো  সকল game প্রেমীদের প্রিয় game PUBG। তারপর  সকল PUBG প্রেমীদের কথা ভেবে ভারত সরকার একইরকম আর একটি game বানিয়েছিলেন BGMI। কিছুদিন এর মধ্যেই খুব জনপ্রিয় হয়ে ওঠে এই game- টি । কিন্তু বছর শেষ হতে না হতেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই game-টি কেও banned করা হয়। কিন্তু এবার সমস্তরকম বাধা কাটিয়ে নতুন করে আবার ফিরে আসছে BGMI ।

You might also like!