Technology

6 months ago

Bajaj Pulsar শীঘ্রই আসতে চলেছে নতুন Pulsar RS200 ও F250, ফিচার্স কাঁপিয়ে দেবে

Pulsar RS200 and F250
Pulsar RS200 and F250

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদেশের বাজারে দুই চাকার গাড়ি বিক্রয়কারী সংস্থাগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ও পরিচিত একটি নাম বাজাজ। কোম্পানিটির তৈরি করা বাইকগুলি ইতিমধ্যেই দেশের বাজারে বিপুল সংখ্যার ক্রেতার মন জয় করে নিয়েছে। বিশেষ করে বাজাজের পালসার সিরিজের বাইকগুলির দেশে বিশেষ জনপ্রিয়তা রয়েছে। বাজাজ অটো চলতি বছরে একাধিক অত্যাধুনিক ফিচার সহ পালসার লাইনআপের মডেলগুলি আপডেট করছে। এই সিরিজের সর্বশেষ আপডেটেড সংস্করণটি হল 2024 পালসার N250 । এই বাইকটির ক্ষেত্রে একাধিক অত্যাধুনিক ও নজরকাড়া ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। পালসার সিরিজের অধিকাংশ বাইকগুলিকে ইতিমধ্যেই আপগ্রেড করা হয়েছে। তবে, বাজাজের পক্ষ থেকে এই সিরিজের অন্যতম জনপ্রিয় দুটি মডেল পালসার RS200 এবং পালসার F250 -এর জন্য এখনও কোন আপগ্রেডেশনের ঘোষণা করা হয়নি।

বাজারে আসছে নতুন Pulsar RS200 ও F250

প্রথমে Pulsar N250-তে আপডেট দেওয়ার নেপথ্যে এর জনপ্রিয়তাকে ঢাল করেছে বাজাজ। নতুনত্ব হিসেবে এই নেকেড মডেলে যোগ হয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক, ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, যেখানে কল ও এসএমএস অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন ভেসে উঠবে। এছাড়া যুক্ত হয়েছে 140 সেকশন রিয়ার টায়ার, ট্রাকশন কন্ট্রোল, নতুন কালার এবং বডি গ্রাফিক্স। অনুমান করা হচ্ছে, এই আপডেটগুলি Pulsar F250 ও RS200 বাইকেও দেওয়া হতে পারে।

দেখতে গেলে, Bajaj Pulsar RS200 বিগত কয়েক বছর ধরে কোনও ডিজাইন বা ফিচার্স আপডেট পায়নি। এবারে সে পথে অগ্রসর হতে চলেছে বাজাজ। তবে আগের মতই একটি 199.5 সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে এটি। যা থেকে 9,750 আরপিএম গতিতে 24.1 বিএইচপি শক্তি এবং 8,000 আরপিএম গতিতে 18.7 এনএম টর্ক উৎপন্ন হবে। সাথে থাকছে 6-গতির গিয়ারবক্স।

Bajaj Pulsar F250-তে উপস্থিত একটি 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে 8,750 আরপিএম গতিতে 24.1 বিএইচপি শক্তি এবং 6,000 আরপিএম গতিতে 21.5 এনএম টর্ক পাওয়া যায়। মোটরকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে 5-স্পিড গিয়ারবক্স।


You might also like!