দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জেল্লাদার চুলের জন্য়ে প্রত্যেকেই নানা উপায়ে চুলের যত্ন নেন। যেমন কেউ কেউ দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন, আবার অনেকে ভরসা রাখতে চান প্রাকৃতিক উপাদানের উপরে। তবে কিছু আয়ুর্বেদিক তেলও যে চুলের জন্যে দারুণ উপকারী। কোনগুলি? আসুন জেনে নেওয়া যাকঃ
ব্রাহ্মীর তেল
ব্রাহ্মী শাকের নির্যাস থেকে তৈরি এই তেল নিয়মিত চুলে মালিশ করলে উপকার পাবেন আপনি। সেই সঙ্গে চুল পড়াও কমবে।
নিম তেল
খুশকি কমাতে এই তেল কার্যকরী ভূমিকা পালন করে। আর এই তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ নানা রকম সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
আমন্ড অয়েল
চুলের যত্নে আমন্ড অয়েলের জুড়ি মেলা ভার। এই তেল আপনার চুলের ফ্রিজিভাব কাটিয়ে তোলে এবং রুক্ষ চুলকে করে তোলে নরম।
ভৃঙ্গরাজ তেল
কেশুতি পাতা বা ভৃঙ্গরাজের পাতার নির্যাস থেকে তৈরি তেল চুলের সার্বিক স্বাস্থ্য উন্নত করে। সেই সঙ্গে চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
নারকেল তেল
আপনার চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে এই তেলও বিশেষ ভূমিকা পালন করে। সেই সঙ্গে চুলের গোড়া মজবুত করে আর চুলের বৃদ্ধিও হয় দেখার মতো।
আমলকী তেল
চুলের হাল ফেরাতে এই তেল বিশেষ ভাবে কার্যকরী। আমলকীতে উপস্থিত ভিটামিন সি স্ক্যাল্পের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং চুলের জেল্লাও হয় দেখার মতো।