Life Style News

1 day ago

Vastu Tips for Kitchen: বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর তৈরির সময় কোন কোন বিষয়গুলোর দিকে লক্ষ রাখবেন? জেনে নিন বিস্তারিত

Vastu guidelines for kitchen (Symbolic picture)
Vastu guidelines for kitchen (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাস্তুশাস্ত্রে রান্না ঘরের মূল্য অসীম। রান্না ঘরের অবস্থানের উপর নির্ভর করে পরিবারের সুখ-শান্তি। যখন ঘর তৈরি করেন, তখন বিভিন্ন বাস্তু নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ। তাতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ অটুট থাকে।পরিবারে ইতিবাচক শক্তি থাকলে ইতিবাচক ফলাফল পাবেন। বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়ম উল্লেখ রয়েছে। বাড়ির বিভিন্ন স্থানেরও রয়েছে বাস্তু নিয়ম। রান্নাঘর কোন দিকে হওয়া উচিত, ওভেন কোথায় রাখা উচিত সবকিছুই বাস্তুশাস্ত্রের অন্তর্গত। একইভাবে বাস্তুশাস্ত্রে বাড়ির কলগুলি কোন দিকে স্থাপন করা উচিত তাও উল্লেখ রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে, জলের কল কখনই দক্ষিণ ও পশ্চিম দিকে বসানো উচিত নয়। পরিবর্তে, সবসময় উত্তর ও পূর্ব দিকে লাগানো উচিত। তবে বেসিন বা সিঙ্কটি উত্তর বা উত্তর-পূর্ব কোণে স্থাপন করা উচিত। ট্যাপ ও সিঙ্ক বসানোর আগে বুদ্ধি রেখে কল স্থাপন করুন, নাহলে আর্থিক বা অর্থ-সম্পর্কিত সমস্যা হতে পারে।

* রান্নাঘরে কল এবং সিঙ্ক বসানোর জন্য বাস্তু নিয়ম: রান্নাঘর বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ,কারণ আগুনের ভগবান ও দেবী অন্নপূর্ণা রান্নাঘরেই বাস করেন। রান্নাঘরের সিঙ্ক ও কলটি উত্তর এবং উত্তর-পূর্ব দিকের মাঝখানে কোথাও স্থাপন করা উচিত।

* জলের পাম্প স্থাপনের জন্য বাস্তু নিয়ম:  প্রধান ফটকের সামনে কখনই জলের পাম্প রাখবেন না। এছাড়াও, জলের পাম্প ওয়াশরুম বা বাড়ির সেপটিক ট্যাঙ্কের কাছে থাকলে তা অশুভ বলে মনে করা হয়। পাম্প স্থাপন করার আগে দেখে নিন এমন একটি জায়গা যেখানে পরিবারের সদস্যদের চলাচল কম হয়।

You might also like!