Life Style News

18 hours ago

Lifestyle Tips: রান্নাঘরে চারটি জিনিস অপরিহার্য, কী কী? জানুন বিস্তারিত

Raw Rice
Raw Rice

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মানুষের জীবনের সঙ্গে 'রান্নাঘরের' সম্পর্ক নিবিড়। উপনিষদে বলা হয়েছে অন্নই দেবতা। আর সেই অন্ন দেবতার বাস রান্নাঘরে। তাই রান্নাঘরকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। বিশেষ করে বাস্তু শাস্ত্রে রান্না ঘরের প্রভুত গুরুত্ব রয়েছে। সঠিক জায়গায় খাবার, জল, মশলাপাতি না থাকলে জীবনে বড় বিপদ নেমে আসতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের মতে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে গেলে রান্নাঘরে কিছু জিনিস কখনও শেষ হতে দিতে নেই। এর অন্যথায় হলে রুষ্ট হন মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা। ফলস্বরূপ, জীবনে নেমে আসতে পারে নানা সমস্যা। রান্নাঘরে কী কী জিনিস পর্যাপ্ত পরিমাণে রাখবেন? জেনে নিন! 

১) হলুদঃ রান্নার স্বাদ বাড়ানোর জন্য হলুদ দেওয়া হয়। ওষুধ হিসাবেও অনেক সময় ব্যবহার করা হয়। ধর্মীয় কোনও অনুষ্ঠানে হলুদের গুরুত্ব অপরিসীম। রান্নাঘরে হলুদ ফুরিয়ে গেলে জীবনে সুখ, সমৃদ্ধি ক্রমশ নষ্ট হতে থাকে। তাই হলুদের পাত্র সব সময় পূর্ণ রাখার চেষ্টা করুন। বাড়ন্ত হলেই তা আবার পূর্ণ করুন। 

২) চালঃ চাল যে শুধু রান্নাতেই ব্যবহার করা হয় , তা কিন্তু নয়। পুজোর কাজে অনেক সময় লাগে। বাস্তুশাস্ত্রে বলা হয়, চালের পাত্র কখনোই খালি রাখা উচিত নয়। এতে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র দুর্বল হয়ে পড়বে। যাতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। 

৩) নুনঃ  রান্নাঘরের নুনের পাত্র কখনও ফাঁকা রাখা উচিত নয়। নুন কখনোই পুরোপুরি শেষ করতে নেই। এতে দেবী অন্নপূর্ণা রুষ্ট হতে পারেন। সুখ, সমৃদ্ধি জীবন থেকে কমতে থাকবে। তাই আগেই সাবধান হোন।

৪) আটা বা ময়দাঃ বাস্তু বিশেষজ্ঞদের মতে, আটা বা ময়দার পাত্র পুরোপুরি কখনও খালি করবেননা। বাড়িতে ময়দা রাখা অত্যন্ত শুভ। যদি ময়দা ফুরিয়ে যায় তাহলে তা অশুভ লক্ষণ। তাই ময়দা শেষ হওয়ার আগেই বাড়িতে সেই পাত্র ভর্তি রাখুন।


বাস্তব জীবনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই চারটি জিনিস খুবই অপরিহার্য। তাই বাস্তু মেনে এই জিনিসগুলো রান্নাঘরে মজুত রাখুন।

You might also like!