দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জেল্লাদার ত্বক পাওয়ার জন্যে অনেকেই হাজার হাজার টাকা খরচ করেন। কিন্তু তার কোনও প্রয়োজন হয় কি! বরং হাতের কাছে পাওয়া যায় এমন উপাদান দিয়ে ত্বকের যত্ন নিলেই মিলবে উপকার। সেক্ষেত্রে ভরসা রাখতে পারেন বেসন বা ময়দার উপর। কিন্তু কোনটি চটজলদি জেল্লা ফেরাবে, তা জানেন কি?
ত্বকের যত্নে কার্যকরী বেসন
বেসন আপনার ত্বকের জন্যে বেশ উপকারী। এতে রয়েছে ভিটামিন বি২ ও বি১২, যার গুণে ত্বকের প্রাকৃতিক জেল্লা ফেরে মুহূর্তেই। এছাড়াও বেসনে উপস্থিত অন্যান্য় উপকারী উপাদান ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে, সেই সঙ্গে সহজে মুখে বয়সের ছাপ পড়তে দেয় না।
মুখ পরিষ্কার করে
প্রাকৃতিক ক্লিনজার হিসেবে বেসনের জুড়ি মেলা ভার। তাছাড়া এটি মাইল্ড এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। অর্থাৎ আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে দিয়ে ফিরিয়ে আনে প্রাকৃতিক জেল্লা। এদিকে ত্বকের প্রতিটি কোষে সঠিক পরিমাণে অক্সিজেন সরবরাহও হয়।
বেসনের উপকারী ভূমিকার জন্যেই প্রাচীনকাল থেকে ঘরোয়া রূপটানে এই উপাদানটি ব্যবহার করা হয়। বেসন যে ত্বকের জন্যে বেশ উপকারী, সে কথা উল্লেখ করা হয়েছে দ্য ওপেন ডার্মাটলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রেও।
ময়দার উপকারিতাও কম নয়
ময়দাও যে ত্বকের যত্নে সিদ্ধহস্ত, সে কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এর গুণে ত্বকের দাগছোপ মলিন হয়। আর ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণও নিয়ন্ত্রণে থাকে। তাছাড়া প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ময়দার জুড়ি মেলা ভার। সেই সঙ্গে ত্বকের মৃত কোষ সরিয়ে দিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ময়দায় উপস্থিত ভিটামিন বি ত্বকের অন্দরে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে আর জমে থাকা টক্সিনকে সহজেই বের করে দেয়।
কোনটি বেশি কার্যকরী, ময়দা না বেসন?
এখন প্রশ্ন হল, চটজলদি ত্বকের জেল্লা ফেরাতে কোনটি বেশি কার্যকরী? সেক্ষেত্রে আপনি এই ২ উপাদানই ব্যবহার করতে পারেন।
বেসন সাধারণত সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়। কিন্তু ময়দা রুক্ষ-শুষ্ক ত্বকে না ব্যবহার করাই শ্রেয়। তাতে সেই ত্বকের আরও বেশি ক্ষতি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে তৈলাক্ত ত্বকে ময়দা ব্যবহার করতেই পারেন।
শিখে নিন ব্যবহারের নিয়ম
একটি পাত্রে পরিমাণ মতো বেসন নিন। তাতে মেশান টক দই ও সামান্য় পরিমাণে গোলাপ জল। এবার এই ৩ উপাদান মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।
ময়দার ফেসপ্যাক বানানোও সহজ। সেক্ষেত্রে একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিন, তার সঙ্গে সামান্য় পরিমাণে চন্দনগুঁড়ো মেশান। এবার সেই মিশ্রণে যোগ করুন অ্যালোভেরা জেল। এই ৩ উপকরণ মিশিয়ে মুখে লাগিয়ে নিলেই মিলবে উপকার।