দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবেশ গরম পড়ে গিয়েছে। এই সময় চা কিংবা কফি খেতে গিয়ে আচমকাই জিভ পুড়ে যেতে পারে। যার ফলে নানা সমস্যা দেখা যায়। রইল মুক্তি পাওয়ার পাঁচ ঘরোয়া উপায়।
টকদই
ফ্রিজে টকদই থাকলে জিভের পোড়া জায়গায় অল্প করে রেখে দিন। এতে জ্বালা ভাব থেকে মুক্তি পাবেন।
মধু
জিভের পোড়া জায়গায় মধু দিতে পারেন। এতে জ্বালা ভাব কমে। ফোসকাও পড়ে না।
চিনি
চা-কফি খেতে গিয়ে জিভ পুড়ে গেলে পোড়া জায়গায় একটু চিনি রেখে দিন। চিনি গলে গেলে জিভে জ্বালাও কমবে, মুখে স্বাদও ফিরবে।
দুধ
জিভ পুড়ে গেলে ঠাণ্ডা দুধ খেতে পারেন। এতে জ্বালা জ্বালা ভাব কমবে।
অ্যালোভেরা জেল
যে কোনও কাটা ছেড়া জায়গায় অ্যালোভেরা জেল লাগালে জ্বালা ভাব থেকে মুক্তি পাওয়া যায়। এক্ষেত্রে জিভের জ্বালা ভাব থেকে মুক্তি পাওয়া যাবে।