দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত পড়তেই আপনার জুতোর ভিতরে ঘামে ভিজে মোজা দিয়ে বিকট গন্ধ আসছে!আশপাশের লোকেরাও বিরক্তি প্রকাশ করছেন!এর থেকে মুক্তি পেতে চান রইলো কিছু সহজ টিপস।
১/ শীতকালেও অনেকের পা ঘেমে যায়। তাই পায়ের যত্ন নিন সবার আগে। রোজ রাতে বাড়ি ফিরে উষ্ণজলে নুন ফেলে পা ভিজিয়ে রাখুন। তার পর ভালো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
২/ রোজ মোজা কেচে নিন। পারলে ডেটল জল ব্যবহার করুন। কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন। দেখবেন এতে সমস্যা মিটবে।
৩/ মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে নিন। একটু বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে পায়ে ঘষে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে।
৪/ বাড়িতে ফিরে জুতোর মধ্যে কিছুটা পরিমাণ কাগজ ঢুকিয়ে রাখুন। এতে জুতোর মধ্যে হওয়া দুর্গন্ধ দূর হবে।
৫/ সপ্তাহে একবার জুতো রোদে দিন। এতে জুতোও ভালো থাকবে এবং দুর্গন্ধও হবে না।