Life Style News

3 months ago

Beauty Tips: চালের গুঁড়োতেই চিরতরে বিদায় নেবে ত্বকের কালো দাগ! কিভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন জানেন?

Beauty Tips (Symbolic Picture)
Beauty Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- রান্নার নানা কাজে ব্যবহার করা হয় চালের গুঁড়ো। বিশেষত, কোন ভাজাভুজিতে চালের গুঁড়ো দিলেই দারুণ স্বাদ হয়। এবার সেই চালের গুঁড়োতেই ত্বকে ব্যবহার করলে চিরতরে বিদায় নেবে কালো দাগ। তবে এই ব্যবহারের কিছু পদ্ধতি রয়েছে।

চালের গুঁড়ো, ওট্‌স, দুধ ও মধু:- ১ চা- চামচ চালের গুঁড়ো, ১ চা-চামচ ওট্‌স, ১ চা-চামচ মধু ও ৪ চা-চামচ দুধ বেশ কিছু ক্ষণ ভিজিয়ে রাখতে হবে। সমস্ত মিশ্রণ দুধে ভিজে গেলে তা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে মুখ ধোয়ার পর ব্যবহার করতে হবে। মিশ্রণটি লাগিয়ে আঙুলের সাহায্যে হালকা মাসাজ করে মিনিট ১৫ রেখে মুখ ধুয়ে ফেললে ফল মিলবে হাতেনাতে। ত্বক শুষ্ক হলে এই ফেসপ্যাক দারুণ কাজ করবে।

চালের গুঁড়ো ও অ্যালো ভেরা:- সমপরিমাণ চালের গুঁড়ো ও অ্যালো ভেরার শাঁস অথবা জেল ভাল করে মিশিয়ে পরিষ্কার মুখে মেখে নিতে হবে। মিনিট ১৫ রাখার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেললে ত্বকে আর্দ্রতা ফিরবে, কালচে ছোপ দূর হবে, ত্বক নরম হয়ে উঠবে। তবে সরাসরি অ্যালো ভেরা শাঁস ব্যবহার করে যদি কারও ত্বক চুলকোয় বা জ্বালা করে, তাঁরা বাজারচলতি জেল ব্যবহার করতে পারেন।

চালের গুঁড়ো, টম্যাটোর রস ও অলিভ অয়েল:-টম্যাটোর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। কালচে ছোপ দূর করতে এই রস বিশেষ কার্যকর। অলিভ অয়েল ত্বককে আর্দ্রতা জোগায়। ১ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ টম্যাটোর রস ও কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে মাখতে হবে। মিশ্রণটি ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। রোদে পুড়ে মুখে কালচে দেখা দিলে এই ফেসপ্যাকে বিশেষ উপকার মিলবে।

You might also like!