দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রায়শই দেখা যায়, দেশ জুড়ে নেতা-মন্ত্রীরা নিজেদের স্পেশাল জেটে করে সফর করেন। তবে এবার ছকভাঙ্গা ছন্দে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পেশাল জেট প্লেন বা হেলিকপ্টারে নয়, ট্রেনে করে সফর করবেন প্রধানমন্ত্রী।
২৩ আগস্ট নরেন্দ্র মোদি কিয়েভে পৌঁছাবেন। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন পোল্যান্ডে। আর সেখান থেকেই তিনি ট্রেনে চড়ে ২০ ঘন্টা সফর করে পৌঁছাবেন ইউক্রেনের কিয়েভে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোল্যান্ড থেকে ইউক্রেনের কিয়েভ পর্যন্ত আসার জন্য এই বিশেষ ট্রেনটির ব্যবস্থা করেছেন জেলেনস্কি। ট্রেনটিতে রয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, এলাহি সুখকর ব্যবস্থা, কাঠের প্যানেল, কেবিনে বিশ্রাম করার জায়গা, বৈঠক করার জন্য বড় টেবিল, সোফা, টিভি, ঘুমানোর জন্য আরামদায়ক বিছানা সহ আরও অনেক কিছু। এই ট্রেনটি এমনভাবে তৈরি যে সুরক্ষার দিক দিয়ে কোনরকম কোথাও খামতি নেই বললেই চলে।