দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সাধারণ মানুষ তার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখার জন্য ব্যাঙ্কে রাখে। এর ফলে তাদের টাকা নিরাপদে থাকবে এবং বছরের শেষে সেই টাকার অঙ্কও দ্বিগুণ হবে। কিন্তু মানুষের ভরসা অর্জিত সেই ব্যাঙ্কেই থাকে না কোন তালা। হ্যাঁ, এমনই এক ব্যাঙ্ক রয়েছে ভারতের এক রাজ্যে। বর্তমানে এমনই এক তথ্য উঠে এসেছে সমীক্ষায়।
সূত্র মারফত খবর, মহারাষ্ট্রের শনি শিগনাপুর গ্রামের ব্যাঙ্কে কোন তালা দেওয়া হয় না। স্থানীয় সূত্রে খবর, এখানকার মানুষেরা মনে করেন শনিদেব এই ব্যাঙ্ক পাহারা দেন। তাই চুরি করলে পাপ দেবেন শনি মহারাজ। শুধু ব্যাঙ্ক নয়, এই গ্রামের বাড়িগুলিতেও তালা দেওয়া হয় না।