দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- লোকনাথ বাবার মহিমা নিয়ে নানা মত রয়েছে। এই যোগী পুরুষ তাঁর সাধনা ও ত্যাগের মাধ্যমে বহু মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। জন্মাষ্টমীতেই জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ বাবা। মনে করা হয় তিনি ছিলেন স্বয়ং মহাদেবের অবতার। লোকনাথ ব্রহ্মচারী ১১৩৭ বঙ্গাব্দ বা ইংরেজি ১৭৩০ খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরশী চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি।
সন্ন্যাসী জীবন চলাকালীন একদিন হিমালয়ে একবার তপস্যা করছিলেন লোকনাথ ব্রহ্মচারী। তখন সঙ্গে ছিলেন তাঁর গুরু ভগবান বন্দোপাধ্যায়। হিমালয়ে চারিদিকে শুধু বরফ ছিল। পাহাড়ের গুহার মধ্যে তপস্যারত অবস্থায় ছিলেন লোকনাথ বাবা। আপন মনে ধ্যানমগ্ন ছিলেন তিনি। পাহাড়ের গা বেয়ে কিছুটা রোদের আভা গুহার মুখে পড়েছে। পরিস্কার দেখা যাচ্ছে গুহার মধ্যে কি হচ্ছে। এমতাবস্থায় গুরু ভগবান বন্দোপাধ্যায় যা দেখেন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেন নি তিনি। তিনি দেখলেন যে গুহার ভেতরে লোকনাথ বাবা ধ্যানে নেই। তাঁর জায়গায় বসে আছেন স্বয়ং মহাদেব। এই দৃশ্য দেখা মাত্র গায়ে শিহরন দিয়ে ওঠে তাঁর। আনন্দে অশ্রুসিক্ত হয়ে নিজের শিষ্য লোকনাথ বাবাকে প্রণাম করেন গুরু ভগবান বন্দোপাধ্যায়।