দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- হিন্দু ধর্মীদের বাড়িতে তুলসী গাছ থেকেই থাকে। পূরাণ অনুযায়ী বাড়িতে তুলসী গাছ রাখা খুবই শুভ। কারণ, তুলসী গাছে নাকি লক্ষ্মীর বাস বলে মানা হয়। তাই বাড়িতে তুলসী গাছ রাখলে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে এবং উত্তরোত্তর তা বাড়তে থাকে। তবে এই গাছের আশেপাশে ভুলেও রাখতে নেই কিছু বিশেষ গাছ।
শামী গাছ বা লজ্জাবতী গাছঃ- অনেকেই বাড়িতে বাস্তু দোষ কিংবা আবার শনির দোষ কাটাতে এই লজ্জাবতী গাছ লাগান বাড়ির বাগানে। কিন্তু এই গাছ আর তুলসী গাছ ভুলেও এক সঙ্গে রাখবেন না। মান্যতা অনুযায়ী এই দুই গাছ একসঙ্গ রাখলে সমস্যার সমাধান তো হয়ই না উল্টে বাড়ির পরিবেশ নেতিবাচক হয়ে ওঠে।
গোলাপ ফুলের গাছঃ- আর কোনও ফুলের গাছ চায় হোক বা না হোক গোলাপ ফুলের গাছ কম বেশি প্রত্যেকেই বাড়ির বাগানে লাগান। কিন্তু এই কাজ করার সময়ে অবশ্যই মাথায় রাখবেন যে এটা যে তুলসী গাছের পাশে না রাখা হয়। কারণ, গোলাপ গাছে কাটা আছে তাই এটা তুলসী গাছের কাজে রাখা যাবে না। এতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে বাড়ির ভিতরে।
ক্যাকটাসঃ- তুলসী গাছে আশেপাশে কাঁটা যুক্ত কোনও গাছই রাখতে নেই। এক তো এর ফলে ঘরের পরিবেশ নেতিবাচক হয়ে ওঠে। অন্যদিকে আবার এই ক্যাকটাসের কারণে তুলসী গাছ বড় হতে পারে না। এর স্বাভাবিক বিকাসে বাঁধা সৃষ্টি হয়