Life Style News

3 months ago

Sea F​​ish:বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হতেই মৎস্যজীবীদের জালে "বোমা মাছ"! জানেন কত দাম ?

Sea F​​ish
Sea F​​ish

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিগত কিছুদিন আগেই কোটা আন্দোলন নিয়ে উত্তাল ছিল বাংলাদেশ। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আর এই পরিস্থিতিতেই মৎস্যজীবীদের জালে উঠলো এক বিশাল আকৃতির মাছ। সকলেই জানেন, বাংলাদেশের ইলিশ খ্যাতি বিশ্বজোড়া। তবে ইলিশ নয়, উঠে এল অত্যাধিক বড় আকারের মাছ।

সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারে সেন্ট মার্টিনের সৈকতে ভেসে এসেছে ৬০ কেজি ওজনের একটি টুনা মাছ। সূত্রের খবর গত বৃহস্পতিবার বিকাল ৪ টে নাগাদ সেন্ট মার্টিনের পশ্চিম পাড়া মেরিন পার্ক সমুদ্র সৈকত পয়েন্টে জায়েন্ট মাছটি ধরা পড়ে। আঞ্চলিক ভাষায় সেন্ট মার্টিনের জেলেরা টুনা মাছটিকে 'বোমা মাইট্যা মাছ' হিসেবে চেনেন। মাছটি ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা এবং ৬০ কেজি ওজনের। টুনা মাছের বৈজ্ঞানিক নাম Thunnus এবং এই প্রজাতির মাছের মধ্যে আটলান্টিক ব্লুফিন গ্রুপ সবচেয়ে বড়।

তবে একমাত্র বড় সাইজের টুনা মাছ পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে। কিন্তু এর আগে সেন্ট মার্টিনে এত বড় টুনা মাছ ধরা পড়েনি কোনোদিন। জানা গিয়েছে, মাছটি সমুদ্র সৈকতে নিয়ে আসার পর সেন্ট মার্টিন জেটিঘাটে নিয়ে গেলে ভিড় জমায় আশেপাশের লোকজন। দর কষাকষির পর ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে এই বিশাল আকারের মাছ। 

You might also like!