Life Style News

4 months ago

Independence Day: ভারতের মতোই ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয় এই পাঁচটি দেশে,জানুন

Independence Day
Independence Day

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইংরেজদের হাতে ১৯০ বছর অত্যাচারিত হওয়ার পরে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তিলাভ করেছিল ভারত। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। সেই থেকে প্রতি বছর ১৫ আগস্টে সেজে ওঠে গোটা দেশ। প্রত্যেক ভারতীয় জায়গায় জায়গায় পালন করেন স্বাধীনতা দিবসে।

তবে ১৫ই আগস্ট শুধু ভারতেরই স্বাধীনতা দিবস নয় পৃথিবীর আরো পাঁচটি দেশেরও স্বাধীনতা দিবস। দেশগুলো হলো - উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া, বাহরিন,লিচটেনস্টাইন, রিপাবলিক অফ কঙ্গো। 

১) ভারত - ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারতকে মুক্তি দেয় ব্রিটিশরা। তবে ভারত ছাড়ার আগে তারা ভারতকে দু'‌টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করে দিয়ে যায়। একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত এবং অন্যটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তথা পাকিস্তান। ভারতের স্বাধীনতা দিবসের একদিন আগে অর্থাৎ ১৪ অগস্ট পাকিস্তানে স্বাধীনতা দিবস পালন করা হয়।

২) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া - ১৯৪৫ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা পায় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। প্রায় ৩৫ বছর পর মার্কিন~সোভিয়েত ইউনিয়ন কোরিয়ান উপদ্বীপে জাপানের দখল ছেড়ে যায়। ফলে জাপানের শাসন কাটিয়ে স্বাধীনতা লাভ করে কোরিয়ানরা। পরবর্তীকালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুই আলাদা দেশ হিসেবে গড়ে ওঠে, তবু ওই দুটি দেশ একই দিনে স্বাধীনতা দিবস উদযাপন করেন।

১৫ই আগস্ট তাঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন।  সাধারণ মানুষেরা কোরিয়ায় 'জাতীয় মুক্তি দিবস'  হিসেবে করে থাকেন। কোরিয়ান ভাষায় বলা হয়, গওয়াংবোকজিয়ল অর্থাৎ আলোর পুনরুদ্ধার। স্বাধীনতা পাওয়ার মুক্তিলাভ পাওয়ার তিন বছর পর স্বাধীন কোরিয়ান সরকার গঠন করে। 

৩) বাহরিন - ১৯৭১ সালের ১৫ই আগস্ট বাহরিন মুক্তিলাভ করে ইংরেজদের থেকে। জনশ্রুতি আছে, বাহরিন ছিল দিলমুন সভ্যতার অন্যতম প্রাচীন নিদর্শন কেন্দ্র। এ দেশের বেশীরভাগ বাসিন্দাদের  ইসলাম ধর্মাবলম্বী। প্রায় ১৯ লক্ষ দেশের জনসংখ্যা। বাহরিনের রাজধানী মানামা।

৪) রিপাবলিক অফ কঙ্গো - আফ্রিকার অন্যতম শহর হলো কঙ্গো। দীর্ঘ ৮০ বছর ফ্রান্সের শাসনে থাকার পরে ১৯৬০ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করে। দেশের জনসংখ্যা প্রায় ৬০ লক্ষ আর  রাজধানী হলো ব্রাজাভিল্লি।

৫) লিচটেনস্টাইন - পৃথিবীর সবথেকে ছোটো দেশ  হিসেবে ছয় নম্বরে আছে লিচটেনস্টাইন। ১৮৬৬ সালের ১৫ই আগস্টের দিনে জার্মানীর কাছ থেকে স্বাধীনতা লাভ করে মধ্য ইউরোপের এই ছোট্টো দেশ। দেশটির আয়তন মাত্র ১৬০ বর্গ  কিলোমিটার আর জনসংখ্যা প্রায় ৪০ হাজার। এই দেশের রাজধানী হলো ভাদুজ। ১৫ই আগস্টের দিনে লিচটেনস্টাইনের রাজপরিবারের সঙ্গে খানাপিনার উৎসবে মেতে ওঠে দেশের লোকেরা।

You might also like!