Life Style News

2 days ago

Dreams Truth Tips: জ্যোতিষ মতে বিভিন্ন স্বপ্ন বিভিন্ন ইঙ্গিত বহন করে! জানুন বিস্তারিত

Dreams Truth Tips (Symbolic picture)
Dreams Truth Tips (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   ভারতীয় জ্যোতিষের একটি বিশেষ অঙ্গ হলো স্বপ্নতত্ত্ব। আমরা কমবেশি সকলেই কিছু না কিছু স্বপ্ন দেখে থাকি। কিন্তু সেই স্বপ্ন অনেক সময় আমাদের জীবনের কিছু ইঙ্গিত আমাদের জীবনে উপস্থিত করে। জ্যোতিষ শাস্ত্র মতে কিন্তু প্রত্যেক স্বপ্ন দেখার কিছু মানে আছে। অনেকেই সেই ইঙ্গিত ধরতে পারেন না। জানেন কোন স্বপ্ন দেখলে তাঁর মানে কী হয়? যেমন - 

* বোতাম - অনেকেই হয়তো রাত ঘুমনোর সময় দেখলেন বোতাম লাগানোর স্বপ্ন। জ্যোতিষ শাস্ত্র বলছে যে কোনও পোশাকে বোতাম লাগানো বিপদের ইঙ্গিত দেয়। কিছু ঝামেলা বা দুঃখ আসার আগাম লক্ষণ হতে পারে এটি।

* বৃষ্টি - প্রেমিক-প্রেমিকা হোক বা একা একা, অনেক সময় বৃষ্টিতে ভেজার স্বপ্ন দেখেন অনেকে। মনে করা হয় বৃষ্টিতে ভিজে যাওয়ার স্বপ্ন দেখা শুভ ফল দেয়। এটি অসুস্থতা থেকে মুক্তির ইঙ্গিত হতে পারে।

* স্ট্রাগেল - আগুন বা অন্য কিছুর বিরুদ্ধে স্ট্রাগেল বা যুদ্ধ করার স্বপ্ন দেখলে হতে পারে এটি কোনও ঝামেলা থেকে মুক্তির পূর্বাভাস। মনে করা হয় ঝামেলা ও মানসিক দুশ্চিন্তার অবসান হবে, সাফল্য়ও আসবে।

* বিছানা - বিছানায় নিজেকে স্বপ্নে দেখলে তা রোগ থেকে মুক্তি পাওয়ার লক্ষণ হতে পারে। বিছানা তৈরি হওয়া দেখলে বোঝায় আপনি সাফল্যের উচ্চতা অতিক্রম করবেন। আবার মনে রাখবেন বিছানা প্রস্তুত করার স্বপ্ন দেখলে তা কিন্তু অস্থিরতার ইঙ্গিত হতে পারে।

* ব্যান্ড বাজানোর ছবি - ব্যান্ড বাজানোর স্বপ্ন দেখা কিন্তু মোটে ভাল লক্ষণ নয়। জ্যোতিষবিদদের মতে হতে পারে সামনে কোনও বড় বিপদ আসছে। কোনও কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পরিবারের কোনও সদস্যের বিচ্ছেদ সহ্য করতে হতে পারে।

You might also like!