kolkata

1 week ago

Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে ধৃত সুবীরেশ, জীবনকৃষ্ণ-সহ আট জনের ১ জুন পর্যন্ত জেল হেফাজত

Subiresh, Jibankrishna
Subiresh, Jibankrishna

 

কলকাতা, ২৫ মে  : রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ ৮ জনের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। আগামী ১ জুন পর্যন্ত ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার ধৃতদের আদালতে হাজির করানো হয়েছিল।

নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং এজেন্ট শাহিদ ইমাম, আলি ইমাম, কৌশিক রায়কে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হয়েছিল। তাঁদের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল শান্তিপ্রসাদকে। এ ছাড়াও গ্রুপ ডি মামলায় ‘মিডলম্যান’ প্রদীপ সিংহ, প্রসন্ন রায়কেও আদালতে হাজির করানো হয়েছিল। তাঁদের সকলেরই জেল হেফাজতের মেয়াদ বাড়ল। বর্তমানে তাঁরা প্রেসিডেন্সি সংশোধানাগারে।

বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন শান্তিপ্রসাদ, সুবীরেশ, শাহিদ এবং আলি। তবে তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। বাকিরা জামিনের আবেদন জানাননি।


You might also like!