kolkata

1 week ago

Metro services:রবিবার দু''ঘণ্টা আগে শহরে শুরু মেট্রো পরিষেবা

Metro
Metro

 

কলকাতা, ১৬ জুন : রবিবার শহরে পূর্ব নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে শুরু মেট্রো পরিষেবা। এমনিতে রবিবার কম মেট্রো থাকে, সেইসঙ্গে আবার বেশ কিছু সময় অন্তর মেট্রো চলে। কিন্তু এই রবিবার ব্যতিক্রমী।: রবিবার শহরে পূর্ব নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে শুরু মেট্রো পরিষেবা। এমনিতে রবিবার কম মেট্রো থাকে, সেইসঙ্গে আবার বেশ কিছু সময় অন্তর মেট্রো চলে। কিন্তু এই রবিবার ব্যতিক্রমী।

জানা গেছে, এদিন বাংলায় বহু পরীক্ষার্থী ইউপিএসসি পরীক্ষা দেবেন। এমনিতে রবিবার রাস্তায় বাস, লোকাল ট্রেন কম থাকে। তাই সময়ের আগেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এদিন সকাল ৭টায় দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে আপ এবং ডাউন লাইনের মেট্রো পরিষেবা শুরু হয়।

উল্লেখ্য, মেট্রো রেলের তরফে জানানো হয়, ১৩০টি মেট্রোর পরিবর্তে এদিন ১৩৮টি (৬৯ আপ ও ৬৯ ডাউন) মেট্রো চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টায় ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল সওয়া সাতটায়, দমদম থেকে দক্ষিণেশ্বর সকাল সাড়ে সাতটায়। যদিও এদিনও শেষ ট্রেনের সময় অপরিবর্তিতই থাকছে অন্যান্য রবিবারের মতোই।

You might also like!