Country

1 week ago

V K Saxena: জলের স্তর নিরন্তর কমছে, এটা সকলের জন্যই উদ্বেগজনক : ভি কে সাক্সেনা

Water level is continuously decreasing, it is a concern for all: VK Saxena
Water level is continuously decreasing, it is a concern for all: VK Saxena

 

নয়াদিল্লি, ২০ জুন: দিল্লি তথা সমগ্র দেশবাসীকে "একটি গাছ মায়ের নামে'' অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানালেন দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, "গত এক মাস ধরে দিল্লিবাসী ও গোটা দেশ প্রচণ্ড গরমের সম্মুখীন হয়েছে, আমরা তা সহ্য করতে বাধ্য হয়েছি। দিল্লিতে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। জলস্তর নিরন্তর কমছে। এটা আমাদের সকলের জন্য উদ্বেগজনক।

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব এবং উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা বৃহস্পতিবার সকালে দিল্লিতে 'একটি গাছ মায়ের নামে' অভিযানের অধীনে ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের আধিকারিক ও কর্মীদের উদ্যোগে চারাগাছ রোপণের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে সাক্সেনা বলেন, "আমরা ধরিত্রী মায়ের প্রতি ন্যায়বিচার করছি না। তাই, আমি সবাইকে এই অভিযানের অংশ হতে এবং একটি চারাগাছ রোপণের জন্য আবেদন করছি।"

উপ-রাজ্যপাল আরও বলেছেন, "শুধুমাত্র চারাগাছ রোপণ করে এবং সেই গাছের সঙ্গে ফটো ক্লিক করে অভিযান শেষ করলে হবে না। আপনাদের সেই বৃক্ষের জন্য দায়িত্ব নিতে হবে, এই মানসিকতা নিয়ে যে এটি ভবিষ্যতে আপনার পরিচয় হবে, যখন কেউ গাছের ছায়ায় বসবে, তাঁরা আপনাকে ধন্যবাদ দেবে।"


You might also like!