West Bengal

6 days ago

Road Accident:পুরুলিয়ায় ভয়াবহ দুর্ঘটনা,পিকআপ ভ্যান উল্টে মৃত্যু চার যাত্রীর, গুরুতর আহত আরও অন্তত আট

At least four people died when a pickup van overturned on the national highway
At least four people died when a pickup van overturned on the national highway

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুরুলিয়ায় পিকআপ ভ্যান উল্টে মৃত চার। আহত হয়েছেন অন্তত আট জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মফস্‌সল থানার অন্তর্গত ৩২ নম্বর জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, জাতীয় সড়কের উপর আচমকাই পিকআপ ভ্যানটির চাকা ফেটে যায়। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায় পিকআপ ভ্যানটি। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

শুক্রবার সকালে পেশায় কয়েকজন ছাগল ব্যবসায়ী রামামতি ও চৈতনডিহ গ্রাম থেকে পিকআপ ভ্যানে যাচ্ছিলেন পুরুলিয়া। মফস্বল থানার আইমুন্ডি গ্রামের কাছে ঘটে দুর্ঘটনা। আচমকা ফেটে যায় পিকআপ ভ্যানের চাকা। স্বাভাবিকভাবেই গাড়িটি রাস্তায় উলটে যায়। আহত হন অনেকে। তড়িঘড়ি স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। এদিকে ঘটনাস্থল থেকে একটু দূরে পুরুলিয়া মফস্বল থানার নাকা চেকিং চলছিল। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরাও ছুটে যান। পুলিশের তরফে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

সেখানেই চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের নাম সুধীর গড়াই, পাটু গড়াই, অনাদি গড়াই ও দুঃখহরণ গড়াই। আহত আরও ৯ জন। তাঁদের মধ্যে ৩ জনের আশঙ্কাজনক হওয়ায় ঝাড়খণ্ডে পাঠানো হয়েছে। বাকিরা পুরুলিয়ায় চিকিৎসাধীন। জানা গিয়েছে, মৃতরা সকলেই চৈতনডিহ গ্রামের বাসিন্দা। মূলত ছাগল কেনাবেচাই তাঁদের পেশা। এই উপার্জনেই চলে সংসার।


You might also like!