kolkata

3 hours ago

Kunals Message on Sainbari Day: ‘সাঁইবাড়ি সন্ত্রাসের ৫৫ বছরে’ দলীয় সতীর্থদের বার্তা কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ১৭ মার্চ : ‘সাঁইবাড়ি সন্ত্রাসের ৫৫ বছরে’ সিপিএম-এর ‘ভয়ঙ্কর কান্ডগুলো প্রচারে’ রাখার আর্জি জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “সিপিএম কী করেছিল, মনে রাখুন, নতুনদের জানান। তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের কাছে অনুরোধ, বিজেপির তুমুল বিরোধিতা চলুক। পাশাপাশি সিপিএম জমানার ভয়ঙ্কর কান্ডগুলো প্রচারে রাখুন, পোস্টে রাখুন, ভাষণে রাখুন। ওরা আজ সাধু সাজছে। ওরা শূন্য বলে ওদের অপকীর্তিগুলো মানুষকে ভুলে যেতে দেবেন না।”




প্রসঙ্গত, কংগ্রেস পার্টির দৃঢ় সমর্থক হিসেবে বর্ধমানের সাঁই পরিবারের ৩ ভাই সুপরিচিত ছিলো। ১৯৭০ সালের ১৭ মার্চ বর্ধমান শহরের বীরহাটা সংলগ্ন প্রতাপেশ্বর শিবতলায় সাঁইবাড়িতে ঘটে নারকীয় হত্যাকাণ্ড। দুই ভাই প্রণব, মলয় সাঁই ও ওই বাড়ির গৃহশিক্ষক জিতেন রায় খুন হয়েছিলেন। অভিযোগ ওঠে সিপিএমের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে। সিপিএম দাবি করে ‘মানুষের গণপিটুনিতে’ প্রাণ যায় ওই পরিবারের সদস্যদের। ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শোকাহতদের স্বান্তনা জানাতে বর্ধমানে যান।



You might also like!