কলকাতা, ৩ জুলাই : “প্রতারক শেখ জিন্নার আলী, নকল ইডি অফিসার সেজে কোটি কোটি টাকা আদায় করেছে। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিধায়কদের সাথে শেখ জিন্না আলীর কিছু ছবি শেয়ার করলাম।ইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবো এই সকল ব্যক্তিদের হেফাজতে নিয়ে বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য।” এক্সবার্তায় এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু লিখেছেন, “বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার, চাকরি বিক্রি, ধর্ষণ, খুন, ভোট লুঠ এত সব গুণের পরে এবার নতুন সংযোজন নকল ইডি অফিসার সেজে প্রতারণার জাল বিছিয়ে ব্যবসায়ীদের থেকে টাকা আদায়। এগুলো তোলামূলের দ্বারাই সম্ভব।
প্রতারক শেখ জিন্নার আলী, নকল ইডি অফিসার সেজে কোটি কোটি টাকা আদায় করেছে। কিন্তু সামান্য এই ব্যক্তি এত সাহস পায় কি করে? সাহস দেয় তোলামূল সরকার এবং তোলামূল মন্ত্রী বিধায়কগণ। ওনাদের হাত মাথায় থাকলে কসবা ল'কলেজের মনোজিতের মত সবকিছুই করা যায় !” নানা সময়ে তৃণমূলের তাবড় নেতা-মন্ত্রীদের সঙ্গে ছবি দেখা যেত তাঁর। নিজেকে অ্যান্টি ট্র্যাফিকিং কমিটির চেয়ারম্যান বলে দাবি করতেন এই জিন্নার আলি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর রায়নার বাড়িতে হানা দেয় ই ডি। প্রাসাদোপম সেই বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভিতরে ঢুকেই তল্লাশি শুরু করেন ইডি-র অফিসাররা। কলকাতা সহ রাজ্যের আরও একাধিক জায়গায় থাকা জিন্নার আলির আরও পাঁচটি বাড়িতেও ওই দিন ইডির অফিসাররা হানা দিয়েছিলেন।
বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার, চাকরি বিক্রি, ধর্ষণ, খুন, ভোট লুঠ এত সব গুণের পরে এবার নতুন সংযোজন নকল ইডি অফিসার সেজে প্রতারণার জাল বিছিয়ে ব্যবসায়ীদের থেকে টাকা আদায়।
— Suvendu Adhikari (@SuvenduWB) July 3, 2025
এগুলো তোলামূলের দ্বারাই সম্ভব।
প্রতারক শেখ জিন্না আলী, নকল ইডি অফিসার সেজে কোটি কোটি টাকা আদায় করেছে।… pic.twitter.com/6mA0uwPbLh