kolkata

1 year ago

Kolkata Traffic Police : সাধারণ মানুষের পাশাপাশি চালকদেরও মেনে চলতে হবে ট্রাফিক নিয়ম

Kolkata Traffic Police (File Picture)
Kolkata Traffic Police (File Picture)

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর  : কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) ওয়াই এস জগন্নাথ রাও জানান, জনসাধারণের পাশাপাশি চালকদেরও ট্র্যাফিক নিয়ম মেনে চলা উচিত। তিনি আরও বলেন, রাস্তায় সুরক্ষা ব্যবস্থাগুলিতে চালকদের সহায়তা প্রয়োজনীয় হয়ে পড়েছে। শনিবার তিনি কলকাতার সঙ্গে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বিষয়ক কনসার্ন ফর ক্যালকাটা যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করে। এই সেমিনারেই কলকাতা পুলিশের ডিসি জগন্নাথরাও একথা বলেন। জগন্নাথরাও আরও বলেন, কলকাতায় মাত্র ৭ শতাংশ রাস্তায় জায়গা থাকা সত্ত্বেও পুলিশ নির্বিঘ্নে যান চলাচল করানোর জন্য প্রতিদিন যথাসাধ্য চেষ্টা করছে।

সহকারী কমিশনার (ট্রাফিক) দেবাশীষ ঘোষ জানিয়েছেন, বাস, ট্যাক্সি, উবের, কনসার্ন ফর কলকাতা এবং রোটারি ক্লাব অফ নিউ আলিপুরের সদস্যরা ট্রাফিক সচেতনতা অভিযানে অংশ নিয়েছিলেন। কনসার্ন ফর কলকাতার সভাপতি কে এস অধিকারী বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল, জনসাধারণ এবং চালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা। সমাজকর্মী এবং সংগঠনের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান নারায়ণ জৈন এবং নাইজার প্রজাতন্ত্রের অনারারি কনসাল রাজেন্দ্র খান্ডেলওয়ালও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দক্ষিণ ট্রাফিক গার্ডের ওসি নীলেশ চৌধুরী জয়িতা বসুর সঙ্গে অনুষ্ঠানটি পরিচালনা করেন। রোটারিয়ান অলোক ঝুনঝুনওয়ালা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমীর দত্ত, পবন পাহাড়িয়া, অশোক পুরোহিত (সচিব), গোপেশ্বর আগরওয়াল, ডিসি চৌধুরী, শরৎ ঝুনঝুনওয়ালা, বিএল দুগাদ, রমেশ মহাজন, অন্নপূর্ণা মিশ্র ভাওয়ানির মতো কর্মীরা এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

You might also like!