kolkata

1 year ago

Anubrata Mandal ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডলের

Anubrata Mandal
Anubrata Mandal

 

আসানসোল, ৩ ফেব্রুয়ারি  : গরু পাচার মামলায় আগামী ১৪ দিনের জন্য ফের জেল হেফাজতে থাকতে হবে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে । শুক্রবার আসানসোল জেলা আদালতে তাঁকে পেশ করা হয়।

এদিন অনুব্রতর জামিনের আবেদনই করেননি তাঁর আইনজীবী। ফলে ফের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই দিনই পরবর্তী শুনানি। প্রসঙ্গত, এর আগে গত ১৯ জানুয়ারি অনুব্রত মণ্ডলকে তোলা হয়েছিল আদালতে। সেদিন সিবিআই (সিবিআই) বিচারকের কাছে দাবি করেছিল আরও বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। বীরভূমের কোঅপারেটিভ ব্যাংকের ১৭৭ টি বেনামি অ্যাকাউন্টের কথা জানা গিয়েছিল আগেই। তারপর আরও ৫৪ টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এমনই তথ্য তুলে ধরা হয়েছিল বিচারকের কাছে। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন, ওইগুলি সব বাফার অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ঘুরপথে কোটি কোটি টাকা অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল লেনদেন করেছেন।

তবে সেদিনের পর ফের সিবিআই তল্লাশি চালায় আরও ১৫০ টি নতুন অ্যাকাউন্টের হদিশ পায়। অর্থাৎ মোট ৩৩০ টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এদিন এই সমস্ত তথ্য তুলে ধরা হয় বিচারকের কাছে। সিবিআই সমস্ত তথ্য পেশ করেন। বিচারকও বেশ কিছু প্রশ্ন করেন।

শুক্রবার দিনের প্রথমার্ধ্বে অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করার সময়ে তাঁকে বেশ অসুস্থ লাগছিল।বীরভূমের তৃণমূল সভাপতির উচ্চ রক্তচাপ, সুগার-সহ একাধিক শারীরিক সমস্যা আছে। তবে এদিন আদালতে পেশ করার আগে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থই রয়েছে।


You might also like!