kolkata

7 months ago

Patuli: পাটুলিতে কিশোরীকে ধাক্কা সবজি বোঝাই গাড়ির

killer car The bicycle that grinds to the side.
killer car The bicycle that grinds to the side.

 

কলকাতা, ১২ জুন : মঙ্গলবার রাতের শহরে এক কিশোরীকে ধাক্কা মারল সবজি বোঝাই গাড়ি। দুর্ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে ধরে ফেলে। গোটা ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গাড়ির চালককে আটক করে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ কামালগাজির কাছে দুর্ঘটনা ঘটে। ওই কিশোরী টিউশন পড়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার জন্য ক্রসিং-এ দাঁড়িয়েছিল কিশোরী। হঠাৎ সিগন্যাল ভেঙে দ্রুতগতিতে ধেয়ে আসে একটি সবজি বোঝাই গাড়ি । ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওই কিশোরীকে। ধাক্কা মেরে বেশ কিছুদূর পর্যন্ত টেনে নিয়ে যায় বলে অভিযোগ। কোনওক্রমে রক্ষা পায় কিশোরীর মা।

দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও, স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করে পাটুলি ক্রসিং–এর কাছে গিয়ে ধরে ফেলে। ধরা পড়ে যায় চালক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। মত্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে জানা গিয়েছে, আহত ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাঁর চিকিৎসা চলছে।


You might also like!