Breaking News
 
Parno Mittra: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক রদবদল, তৃণমূলে যোগ অভিনেত্রী পার্ণোর India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’

 

International

3 years ago

Measles epidemic in Zimbabwe : জিম্বাবোয়েতে মহামারীর আকার ধারণ করছে হাম, মৃত্যু ৮০ শিশুর

Measles epidemic in Zimbabwe, 80 children dead
Measles epidemic in Zimbabwe, 80 children dead

 

হারারে, ১৬ আগস্ট : জিম্বাবোয়েতে হু হু করে বাড়ছে হাম । সেখানে প্রায় মহামারীর চেহারা নিয়েছে হাম৷ গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত সেদেশে মারা গিয়েছে ৮০ জন শিশু৷ জিম্বাবোয়ের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গোটা দেশেই ছড়িয়ে পড়েছে হাম৷ মৃত্যুহার বেড়ে দাঁড়িয়েছে ৬.৯ শতাংশে৷

হামের প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে পূর্ব জিম্বাবোয়ের মানিচ্যাল্যান্ড প্রদেশে৷ দেশের দ্বিতীয় জনবসতিপূর্ণ এই প্রদেশেই ৩৫৬ জন শিশুর শরীরে ধরা পড়ে হাম৷ মৃত্যু হয়েছে ৪৫ জন শিশু৷ জিম্বাবোয়ের স্বাস্থ্যসচিব জেসপার চিমেডজা বলেন, ছয় থেকে ১৫ মাসের শিশুদের মধ্যে মৃত্যুহার বেশি৷ দেশে হামের প্রকোপের বাড়বাড়ন্তের জন্য ধর্মীয় জনসভাকে দায়ী করছে জিম্বাবোয়ে সরকার৷ গত এপ্রিল মাসে চার্চে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সেই অনুষ্ঠানে যোগ দেয়৷ তারপরই ছড়াতে থাকে হাম৷

স্বাস্থ্যসচিব বলেন, ‘এপ্রিল মাসের ১০ তারিখ দেশে প্রথম হামে আক্রান্ত শিশুর খোঁজ মেলে৷’ হাম প্রতিরোধে রয়েছে টিকা৷ জন্মের পরই যা দেওয়া হয় শিশুদের৷ কিন্তু স্বাস্থ্যসচিব জেসপার জানিয়েছেন, ধর্মীয় বিশ্বাস থেকে শিশুদের কেউ হামের টিকা দেয়নি৷ তার জেরে এত শিশুর মৃত্যু হয়েছে৷ জিম্বাবোয়েতে টিকা নেওয়ার হার খুবই কম৷ তার উপর খ্রিস্টানদের অনেকেরই টিকা নিয়ে ছুৎমার্গ রয়েছে৷ কিছু অ্যাপোসটোলিক চার্চ তাদের অনুগামীদের টিকা নিতে বারণ করে৷ উদার মনস্কদের অভিযোগ, রোগ এবং দারিদ্র থেকে মুক্তি দেওয়ার গালভরা প্রতিশ্রুতি দেয় এই ধরনের চার্চগুলি৷ ধর্মপ্রাণ মানুষ তাদের কথা বিশ্বাস করে এবং টিকা থেকে শিশুদের দূরে রাখে ৷ ফল হাতেনাতে টের পাচ্ছে তারা ৷

তবে, শিশু মৃত্যু নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশপ অ্যান্ডবি মাকুরুর৷ এদিকে, এত শিশুর মৃত্যুর পর টনক নড়েছে প্রশাসনের৷ এবার তারা ঠিক করেছে, গণটিকাকরণ কর্মসূচি মাধ্যমে শিশুদের টিকা দেওয়া হবে৷


You might also like!