Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

International

2 years ago

Measles epidemic in Zimbabwe : জিম্বাবোয়েতে মহামারীর আকার ধারণ করছে হাম, মৃত্যু ৮০ শিশুর

Measles epidemic in Zimbabwe, 80 children dead
Measles epidemic in Zimbabwe, 80 children dead

 

হারারে, ১৬ আগস্ট : জিম্বাবোয়েতে হু হু করে বাড়ছে হাম । সেখানে প্রায় মহামারীর চেহারা নিয়েছে হাম৷ গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত সেদেশে মারা গিয়েছে ৮০ জন শিশু৷ জিম্বাবোয়ের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গোটা দেশেই ছড়িয়ে পড়েছে হাম৷ মৃত্যুহার বেড়ে দাঁড়িয়েছে ৬.৯ শতাংশে৷

হামের প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে পূর্ব জিম্বাবোয়ের মানিচ্যাল্যান্ড প্রদেশে৷ দেশের দ্বিতীয় জনবসতিপূর্ণ এই প্রদেশেই ৩৫৬ জন শিশুর শরীরে ধরা পড়ে হাম৷ মৃত্যু হয়েছে ৪৫ জন শিশু৷ জিম্বাবোয়ের স্বাস্থ্যসচিব জেসপার চিমেডজা বলেন, ছয় থেকে ১৫ মাসের শিশুদের মধ্যে মৃত্যুহার বেশি৷ দেশে হামের প্রকোপের বাড়বাড়ন্তের জন্য ধর্মীয় জনসভাকে দায়ী করছে জিম্বাবোয়ে সরকার৷ গত এপ্রিল মাসে চার্চে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সেই অনুষ্ঠানে যোগ দেয়৷ তারপরই ছড়াতে থাকে হাম৷

স্বাস্থ্যসচিব বলেন, ‘এপ্রিল মাসের ১০ তারিখ দেশে প্রথম হামে আক্রান্ত শিশুর খোঁজ মেলে৷’ হাম প্রতিরোধে রয়েছে টিকা৷ জন্মের পরই যা দেওয়া হয় শিশুদের৷ কিন্তু স্বাস্থ্যসচিব জেসপার জানিয়েছেন, ধর্মীয় বিশ্বাস থেকে শিশুদের কেউ হামের টিকা দেয়নি৷ তার জেরে এত শিশুর মৃত্যু হয়েছে৷ জিম্বাবোয়েতে টিকা নেওয়ার হার খুবই কম৷ তার উপর খ্রিস্টানদের অনেকেরই টিকা নিয়ে ছুৎমার্গ রয়েছে৷ কিছু অ্যাপোসটোলিক চার্চ তাদের অনুগামীদের টিকা নিতে বারণ করে৷ উদার মনস্কদের অভিযোগ, রোগ এবং দারিদ্র থেকে মুক্তি দেওয়ার গালভরা প্রতিশ্রুতি দেয় এই ধরনের চার্চগুলি৷ ধর্মপ্রাণ মানুষ তাদের কথা বিশ্বাস করে এবং টিকা থেকে শিশুদের দূরে রাখে ৷ ফল হাতেনাতে টের পাচ্ছে তারা ৷

তবে, শিশু মৃত্যু নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশপ অ্যান্ডবি মাকুরুর৷ এদিকে, এত শিশুর মৃত্যুর পর টনক নড়েছে প্রশাসনের৷ এবার তারা ঠিক করেছে, গণটিকাকরণ কর্মসূচি মাধ্যমে শিশুদের টিকা দেওয়া হবে৷


You might also like!