Festival and celebrations

5 hours ago

Raksha Bandhan 2025 : দু’দিন রাখি পূর্ণিমা! ঠিক কোন দিন ভাইয়ের হাতে রাখি বাঁধবেন?জেনে নিন শুভ সময় ও দিন

Raksha Bandhan 2025
Raksha Bandhan 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাই-বোনের ভালোবাসার অটুট বন্ধনকে উদযাপন করার দিনই রাখি বন্ধন। সনাতন ধর্মে এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে—বোন রাখি বেঁধে প্রার্থনা করেন ভাইয়ের সুস্থতা ও মঙ্গল কামনায়, আর ভাই প্রতিশ্রুতি দেন তাকে আজীবন রক্ষা করার। পারিবারিক এই উৎসব কেবল ধর্মীয় নয়, সামাজিক সম্পর্কেরও এক শক্তিশালী প্রতীক। প্রতি বছর শ্রাবণী পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই বছর রাখি পূর্ণিমা পড়ছে আগামী ৮ আগস্ট দুপুর ২টো ১২ মিনিটে। পূর্ণিমা চলবে ৯ আগস্ট দুপুর ১টা ২১ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে ৯ আগস্ট শনিবার পালিত হবে রাখি বন্ধন। এই দিনে ভাইদের হাতে রাখি বেঁধে দেবেন বোনেরা।

রাখির দিনে ভদ্রার অশুভ ছায়া পড়বে কি না, তা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে প্রতি বছর। কারণ প্রায় প্রতি বছরেই রাখির উপর থাকে ভদ্রার অশুভ ছায়া। ভদ্রা চলাকালীন রাখি পরানো উচিত নয়। তাই ভদ্রা এড়িয়ে কোন সময় ভাইয়ের হাতে রাখি পরানো যাবে, তা খুঁজতে থাকেন বোনেরা। তবে এই বছর রাখি বন্ধন ভদ্রার ছায়া থেকে মুক্ত থাকছে। রাখি পূর্ণিমায় ভদ্রা পড়ছে ৮ আগস্ট বেলা ২টো ১২ মিনিট থেকে রাত ১টা ৫২ মিনিট পর্যন্ত। যেহেতু রাখি বন্ধন ৯ আগস্ট পালিত হবে, তাই এই বছর রাখিতে ভদ্রার ছায়া থাকছে না। রাখির দিনে অনেক সময় বোনেরা উপবাস পালন করেন। ভাইয়ের হাতে রাখি পরিয়ে তবেই তাঁরা কিছু মুখে তোলেন। শুভ সময় দেখেই রাখি পরানো উচিত। এই বছর ভাইয়ের হাত রাখি বাঁধার শুভ সময় পড়ছে ৯ আগস্ট সকাল ৫টা ৩৫ মিনিট থেকে দুপুর ১টা ২৪ মিনিটের মধ্যে। এর মধ্যে ৯ আগস্ট বেলা ১২টা থেকে দুপুর ১২টা ৫৩ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এই সময়ের মধ্যে রাখি পরানো বিশেষ ভাবে শুভ।

শাস্ত্র অনুসারে হাতে রাখি অন্তত ২৪ ঘণ্টা পরে থাকতে হয়। তার আগেই রাখি খুলে ফেললে এর শুভ প্রভাব পুরোপুরি পাওয়া যায় না। জন্মাষ্টমী পর্যন্তও হাতে রাখি রাখতে পারেন। অনেক ভাইয়ের রাখি নিজে থেকে হাত থেকে খুলে না যাওয়া পর্যন্ত রাখি পরে থাকেন।

You might also like!