দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২১-এর মঞ্চে প্রতি বছরই থাকেন টলিপাড়ার একঝাঁক তারকা। এ বারও অন্যথা হয়নি তার। তারকা সাংসদ, বিধায়কের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে বহু অভিনেতা, অভিনেত্রীকে দেখা যায় সমাবেশে যোগ দিতে। বিজেপি ছেড়ে আসা শ্রাবন্তী, রূপাঞ্জনার পাশাপাশি এ দিন মঞ্চে ছিলেন অভিনেত্রী রিমঝিম মিত্রও।সদ্য সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিমঝিম জানিয়েছেন, যেদিন জানতে পেরেছিলাম কেন্দ্রীয় সরকার একশো দিনের প্রকল্পের টাকা আটকে দিয়েছে, সেদিন প্রথমবার তৃণমূলের মঞ্চে যাই। গরিব মানুষের টাকা এভাবে আটকানো উচিত নয়।” রাজনৈতিক লড়াই পরে, মনুষ্যত্ব আগে, ‘মানবিক’ রিমঝিমের কণ্ঠে যেন সেকথাই ঝরে পড়ল।
রাজ্যের শাসকদলের সমাবেশে তাঁকে দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেননি রিমঝিম মিত্র। ভবিষ্যতে আদৌ রাজনীতিতে যোগ দেবেন কিনা, তা নিয়েও ধন্দ প্রকাশ করেছেন। তবে অভিনেত্রী একতায় বিশ্বাসী। মা-মাটি-মানুষের শিবিরে সেই একতা দেখে মুগ্ধ রিমঝিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই যে তিনি বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন, সেকথাও জানাতে ভুললেন না টেলিপর্দার ‘খলনায়িকা’। রিমঝিমের কথায়, “একটু রোদ, জলে কীভাবে আমরা হাঁপিয়ে যাই কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই যাচ্ছেন, সেটা অনুপ্রেরণা জোগায়।”
আগেভাগেই কানাঘুষো শোনা গিয়েছিল যে, একুশের সমাবেশে পদ্মত্যাগী বেশ ক’জন তারকাকে দেখা যেতে পারে। সেই জল্পনা সত্যি হল। একদা বিজেপির সমর্থক রিমঝিম মিত্রকে দেখা গেল একুশের স্মরণসভায়। উল্লেখ্য, ২০১৯ সালে ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনাদের পাশাপাশি আরও একঝাঁক টলিউড তারকা বিজেপি যোগ দিয়েছিলেন। সেবছরই অনেকে দাবি করেছিলেন, টলিউডের ‘লবিবাজি’র জন্য কাজ পাচ্ছেন না! আর এবার পদ্মে মোহভঙ্গ হওয়ার কারণ ফাঁস করলেন রিমঝিম মিত্র।