
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিন্দুধর্মে শাঁখ বা শঙ্খের গুরুত্ব অপরিসীম, কারণ এটি স্বয়ং শ্রীবিষ্ণুর হাতে স্থান পায়। শুধু তাই নয়, শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী নারায়ণের অন্যতম প্রধান অস্ত্র হলো এই শঙ্খ। পুরাণ মতে, শাঁখে আওয়াজ তুলেই তিনি বারবার অশুভ শক্তিকে বিতাড়িত করেছেন।
পুজোর ঘরে শাঁখ রাখুন—
শঙ্খ বাড়িতে যেখান সেখানে রাখবেন না। কেবলমাত্র পুজোর স্থানেই শাঁখ রাখুন। কারণ পুজোর ঘর বাড়ির অন্য সব ঘরের থেকে পরিচ্ছন্ন ও পবিত্র। শাঁখ কোনও লাল বা হলুদ কাপড়ের উপর রাখুন। শাঁখটি ব্যবহার করা না হলে সেটি ঢেকে রাখুন। শাঁখের উপর যাতে কোনও ধুলো ময়লা না পরে সেদিকে খেয়াল রাখতে হবে।
শাঁখের শুদ্ধতা রক্ষা—
শঙ্খ প্রতিবার ব্যবহার করার পর তা ফের শুদ্ধ করে রাখা জরুরি। প্রতিবার শাঁখে ফুঁ দেওয়ার পর শঙ্খের মুখে একটু গঙ্গাজল ঢেলে দিন। এরপর পরিস্কার কাপড় দিয়ে শাঁখ মুছে সেটি শুকনো স্থানে রেখে দিন।
মাটিতে শাঁখ রাখবেন না—
শাঁখ কখনও মেঝের উপর রাখবেন না। এর ফলে শঙ্খের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। তাই শাঁখ সব সময় কাপড়ের উপর রাখুন। শাঁখ পরিস্কার করে মুছে শুকনো করে কাপড় দিয়ে মুড়ে রাখুন। শাঁখের গায়ে যেন জল লেগে না থাকে।
শাঁখের মুখ—
শাঁখ রাখার সময় খেয়াল রাখবেন যাতে তার মুখ সব সময় উপর দিকে থাকে। এর ফলে সংসারে পজ়িটিভ এনার্জি প্রবাহিত হবে। শঙ্খ সব সময় ঠাকুরের আসনে বিষ্ণু, লক্ষ্মী বা শ্রীকৃষ্ণের কাছাকাছি রাখুন।
এই দিকে শাঁখ রাখুন—
শঙ্খ সব সময় বাড়ির পূর্ব দিকে রাখুন। তাই চেষ্টা করুন বাড়িতে ঠাকুরের আসন সব সময় পূর্ব দিকে রাখুন। এর ফলে শুভ শক্তি প্রবাহিত হয়। পূর্ব দিক ছাড়া উত্তর-পশ্চিম দিকেও শঙ্খ রাখতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন।
আর্থিক উন্নতির উপায়—
সম্পদ লাভ করতে পুজোর পর শঙ্খ গঙ্গাজলে পূর্ণ করে নিন। এই জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন। তার সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ যাতে আপনার সংসারে থাকে সেই প্রার্থনা করুন। এর ফলে সুখ ও সমৃদ্ধি লাভ হবে।
অকারণে শাঁখ বাজাবেন না—
কোনও কারণ ছাড়া শুধু শুধু শাঁখ বাজাবেন না। অকারণে শাঁখ বাজানো শুভ লক্ষণ নয়। আপনি যদি শাঁখ বাজানো অভ্যেস করতে চান, তাহলে তা পুজোর আগে বা পুজোর পরে করতে পারেন। শঙ্খের ধ্বনি ব্যাকটিরিয়া বিনাশ করে বাতাসকে পরিশুদ্ধ করে।
