দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: যৌনজীবন কি হয়ে উঠেছে একঘেয়ে? সঙ্গমে আর আগের মতো উন্মাদনা খুঁজে পাচ্ছেন না? চিন্তার কিছু নেই। একটুখানি রোমাঞ্চ যোগ করলেই ফের ফিরে আসতে পারে সেই আগ্রহ। বিশেষজ্ঞরা বলছেন, যৌনজীবনকে আরও উদ্দীপক ও রঙিন করে তুলতে দারুণ ভূমিকা নিতে পারে একটি সাধারণ আয়না। কীভাবে? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ।
১) যে ঘরে আয়না রয়েছে, সে ঘরকেই বেছে নিন সঙ্গমের জন্য। এমন জায়গায় সঙ্গমে মেতে উঠুন, যাতে নিজেদের আয়নায় সঙ্গমরত অবস্থায় দেখতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের সঙ্গম করতে দেখলে আরও বেশি উত্তেজনা বাড়বে। এর ফলে সঙ্গমও আরও দীর্ঘ হবে।
২) বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গমরত অবস্থায় নিজেদেরকে আয়নার দেখলে, সঙ্গমের সময় অন্যকোনও চিন্তা মাথায় আসবে না। এর ফলে যৌনতা আরও বেশি অন্তরঙ্গ হয়ে উঠবে।
৩) বিশেষজ্ঞরা বলছেন, আয়নার সামনে সঙ্গমে মাতলে আত্মবিশ্বাস বাড়ে। কেননা, আপনার চেহারা যেমনই হোক, আপনার সঙ্গী যে আপনার সঙ্গে যৌনতায় মজা পাচ্ছেন, তা আয়নায় প্রতিফলিত হওয়ায়, নিজের শরীরের প্রতি ভালবাসা বাড়বে।
৪) যৌনতায় একঘেয়ামি যেমন কাটবে তেমনিই নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আগ্রহও বাড়বেও।
৫) এক সমীক্ষায় দেখা গিয়েছে, অনেকেই পর্নগ্রাফি দেখে নিজেদের যৌন উত্তেজনাকে বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, এই উপায় অবলম্বন না করে বরং আয়নার সামনে সঙ্গম করুন। দেখবেন নীল ছবির তুলনায় এটা বেশি ইন্টারেস্টিং।
খেয়াল রাখুন–
আয়নার সামনে সঙ্গমে মত্ত হওয়ার বিষয়ে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখুন। চেষ্টা করুন এমন জায়গা ব্যবহার করতে যেখানে কমফোর্ট থাকবে। না হলে কিন্তু সঙ্গমে আনন্দ পাবেন না।
এ ব্যাপারে সঙ্গীর অনুমতি নিন অবশ্যই। সঙ্গী যদি অরাজি থাকেন, তাহলে এই এক্সপেরিমেন্ট না করাই শ্রেয়।