
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জগদ্ধাত্রী পুজোয় ঘোরার প্ল্যান রেডি, কিন্তু রূপচর্চার সময় একদমই নেই? চিন্তা নেই! বিউটি স্যালন ভুলে যান, ঘরোয়া উপায়েই বানিয়ে ফেলুন ম্যাজিক্যাল ফেসপ্যাক। মাত্র পাঁচ মিনিটে অ্যালোভেরা জেলেই হয়ে যাবে ত্বক সম্পুর্ন রূপে গ্লোয়িং!
কীভাবে ব্যবহার করবেন? ঝটপট জেনে নিন তাহলে। ঠান্ডা অ্যালোভেরা জেল নিন দু’ চামচ। সঙ্গে এক চামচ অলিভ ওয়েল, এক চামচ গ্লিসারিন ও দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে মিশিয়ে নিন এবার। তার পর মিশ্রণটি মুখে মেখে, বেশ কিছুক্ষণ মাসাজ করুন। এই প্যাক লাগানোর আগে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবেন।
অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে ভালো করে মাসাজ করুন। কিছুক্ষণ রেখে দিন। তার পর উষ্ণ জলে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখ মুছে নিন। বের হওয়ার আগে এই পদ্ধতি ট্রাই করতে পারেন। দেখবেন পাঁচ মিনিটেই ত্বক ঝকঝকে হয়ে উঠবে। এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে। অ্যালোভেরা জেলের সঙ্গে কিছুটা পরিমাণ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটিকে মুখে, পিঠে, গলায় ভালো করে মাখুন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন ত্বকে জেল্লা ফিরেছে। আর যদি ভালো রেজাল্ট পেতে চান, তাহলে সামনেই শীতকাল। রোজ রাতে শোয়ার সময় এই মিশ্রণ ব্যবহার করলে ঝকঝকে হয়ে উঠবে ত্বক।
