Entertainment

5 hours ago

Kalki Koechlin : অবশেষে মুখ খুললেন কল্কি, অনুরাগের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

Kalki Koechlin talked about her divorce from Anurag Kashyap
Kalki Koechlin talked about her divorce from Anurag Kashyap

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বি-টাউনের উপরের মোড়কটা যতই গ্ল্যামারাস, ঝাঁ চকচকে হোক না কেন, ভিতরে ততটাই নিকষ অন্ধকারে ঢাকা। আর সেই সত্যিটাই আরও একবার সামনে নিয়ে এলেন জনপ্রিয় অভিনেত্রী কল্কি কেঁকলা। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্ধকার দিকটার কথা তুলে ধরেছেন। প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’ সিনেমার হাত ধরে কল্কি সকলের নজরে আসেন। ছবিটিতে তিনি প্রশংসিত হলেও, তাঁর কেরিয়ারকে প্রত্যাশিত ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি।

২০০৮-এ ‘দেব ডি’ তৈরির সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১১-এ বিয়ে করেন তাঁরা। ২০১৫-এ বিবাহবিচ্ছেদ হয়ে যায় এই জুটির। সে সময় সুস্থ থাকতে নাকি মনোচিকিত্সকের সাহায্য নিতে হয়েছিল কল্কিকে। প্রথম স্ত্রী আরতি বজ়াজের সঙ্গে বিচ্ছেদের পর কল্কিকে বিয়ে করেন অনুরাগ। কিন্তু সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। কল্কি নিজের মা-বাবার বিবাহবিচ্ছেদ দেখেছেন মাত্র ১৩ বছর বয়সে। তাই এখনও মনে করেন, শৈশবের গভীর ক্ষতের প্রভাব এখনও রয়েছে তাঁর জীবন। তাঁর ও অনুরাগের বিচ্ছেদের পিছনে সেই যোগ রয়েছে। যদিও এখন অনুরাগের সঙ্গে সম্পর্ক সহজ। কল্কির কথায়, ‘‘প্রথম প্রথম খুব কষ্ট হয়েছে। ভালবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখাটা সহজ নয়। তবে ওর জীবন থেকে দূরে সরে যেতেই অনেকটা সামলে নিতে পেরেছিলাম নিজেকে। এখন মাঝে মধ্যে আমাদের দেখা হয়, কথা হয়। মোটের উপর সব স্বাভাবিক আছে।’’ অনুরাগের জন্যই আজ বলিউডের ৩০০-৪০০ মানুষকে চেনেন বলেও জানান কল্কি। আর সেই জন্যই প্রাক্তন স্বামীর কন্যা, অর্থাৎ আলিয়া কাশ্যপের বিয়েতে যেতেও দ্বিতীয় বার ভাবেননি কল্কি। অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কল্কি। ২০২৪ সালে গাই হার্সবার্গকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের আগে ২০২০ সালে মা হয়েছিলেন তিনি। বিয়ের আগে মা হওয়ার কারণেও কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। বর্তমানে কল্কি ও গাই গোয়ায় থাকেন।

You might also like!