নাগপুর, ১১ জুলাই : মহারাষ্ট্রের সংস্কৃতির এক যুগান্তকারী সর্বজনীন গণেশোৎসবকে মহারাষ্ট্রের রাষ্ট্রীয়উৎসব হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আশিস শেলার বিধানসভায় এই ঘোষণা করেন।
১৮৯৩ সালে লোকমান্য বাল গঙ্গাধর তিলক কর্তৃক শুরু হওয়া গণেশ উৎসব জনসমক্ষে উদযাপন হয়। এর লক্ষ্য ছিল ধর্মের নামে মানুষকে একত্রিত করা এবং স্বাধীনতার জাতীয় আন্দোলনে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশিস শেলার বলেছেন, গণেশোৎসব কেবল একটি ধর্মীয় উৎসবের চেয়েও বেশি কিছু। এটি মহারাষ্ট্রের সংস্কৃতি এবং জাতির সামগ্রিক পরিচয়ের সঙ্গে যুক্ত। এই উৎসবের সারমর্ম নিহিত রয়েছে সামাজিক সম্প্রীতি, জাতীয় গর্ব, স্বাধীনতা এবং আত্মসম্মানের বার্তায়।