
কলকাতা, ১৫ জুলাই : ‘‘আমি কারওর সার্টিফিকেট চাইনি। কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে।” বিজেপি-তে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে এভাবেই চড়া স্বরে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, “এখন প্রশ্ন উঠছে দল তা হলে এখন এগোচ্ছে না কেন? সেই উত্তর খুঁজতে হবে।’’ রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, এভাবে একবারে নাম না করেই সুকান্ত-শুভেন্দুকে আক্রমণ শানিয়ে দিলেন দিলীপবাবু। এরপরেই তাঁর সংযোজন, ‘দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি করেছি। এখন সুস্থ সবল রয়েছি। দল যে ভাবে ব্যবহার করবে, সে রকম ভাবেই কাজ করব। ম্যায় হু না।’
উল্লেখ্য, এই দিলীপবাবু কিন্তু একেবারে পুরনো দিলীপবাবু। মাঝের পর্বটা অবশ্য একটু অন্যরকম ছিল। একাংশ মনে করছে, দূরত্ব বেড়েছিল। যা দলের নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মিটিয়েছেন। দিল্লিতে গিয়ে ‘চেয়ার না পাওয়া’ নিয়ে আক্ষেপ প্রকাশ করা দিলীপবাবু এবার ফের প্রথম সারিতে। পুরনোদের সামনে বসানোর বার্তা খোদ শমীক ভট্টাচার্যই দিয়েছেন।
