নয়াদিল্লি, ২২ জুলাই : আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে বিদায় নিচ্ছেন গীতা গোপীনাথ। গীতা নিজেই এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপনায় ফিরে যাচ্ছেন তিনি। প্রথম মহিলা হিসেবে ২০১৯ সালে আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদ নিযুক্ত হয়ে নজির গড়েছিলেন গীতা।
তিনি জানিয়েছেন, আইএমএফের সঙ্গে অত্যন্ত সুসময় কাটানোর জন্য তিনি সংস্থার কাছে কৃতজ্ঞ থাকবেন। সংস্থার প্রথম মুখ্য অর্থনীতিবিদ ও পরে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হয়েছিলেন গীতা গোপীনাথ। আইএমএফের বেনজির চ্যালেঞ্জের সময়ে তাঁর কাজ করার সুযোগকে তিনি জীবনে পাওয়া একমাত্র সম্পদ বলে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, এখন আমি ফের আবার আন্তর্জাতিক অর্থনীতি ও ম্যাক্রোইকনমি নিয়ে গবেষণার কাজ করতে পারব। পরবর্তী প্রজন্মের অর্থনীতিবিদ তৈরির কারিগর হওয়ার সুযোগ মিলবে।
After nearly 7 amazing years at the IMF, I have decided to return to my academic roots. On September 1, 2025, I will rejoin @HarvardEcon as the inaugural Gregory and Ania Coffey Professor of Economics. I am truly grateful for my time at @IMFnews, first as Chief Economist and then…
— Gita Gopinath (@GitaGopinath) July 21, 2025