Country

8 hours ago

Sonari Airport incident: ঝাড়খণ্ডের সোনারি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা,অল্পের জন্য রক্ষা ৯ যাত্রীর

Sonari Airport,Jamshedpur
Sonari Airport,Jamshedpur

 

পূর্ব সিংভূম, ২২ জুলাই  : ঝাড়খণ্ডের সোনারি বিমানবন্দরে মঙ্গলবার সকালে এক বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। ভূবনেশ্বর থেকে আসা ইন্ডিয়া ওয়ান এয়ারের ১৯ সিটার একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে উত্তরদিকে ঘাসের উপর দাঁড়িয়ে পড়ে। বিমানে দুই পাইলট সহ মোট ৯ জন যাত্রী ছিলেন। সকল যাত্রী নিরাপদে বেরিয়ে আসেন, যদিও একজন আহত হন। টানা বৃষ্টির ফলে রানওয়ে ভিজে থাকায় বিমানের ভারসাম্য হারিয়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান। বিমানের অল্প ক্ষতি হলেও এই ঘটনার জেরে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও রানওয়ে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার পরেই দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত যাত্রীদের বাইরে নিয়ে আসে। আহত একজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। উল্লেখযোগ্য, এটি প্রথম ঘটনা নয়। আগেও সোনারি বিমানবন্দরে রানওয়ের অবস্থা নিয়ে অভিযোগ উঠেছে। যাত্রীদের অনেকেই জানান, হঠাৎ ঝাঁকুনি লাগার পরে তাঁরা প্রাণ সংশয়ে পড়েন।

You might also like!