দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০০৬ সালের মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় বম্বে হাই কোর্টের দেওয়া ১২ জন দোষী সাব্যস্তের মুক্তির রায় ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মহারাষ্ট্র সরকার। প্রধান বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বে বৃহস্পতিবার শুনানি হবে এই মামলার। হাই কোর্টের রায়ে বেকসুর খালাসের পর থেকেই ক্ষোভে ফুঁসছে মুম্বই শহর, প্রতিক্রিয়া মিলেছে রাজনৈতিক মহলেও।
প্রেশার কুকার বিস্ফোরণ বলেই পরিচিত ২০০৬ সালের মুম্বই লোকাল বিস্ফোরণ। ভয়াবহ ঘটনার ৯ বছর পর ২০১৫ সালে ট্রায়াল কোর্টে ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবনের সাজা শোনানো হয়। সেই রায়ের বিরোধিতা করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয় ১২ অভিযুক্ত। তাদের আবেদনের ভিত্তিতে বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দোকের বেঞ্চ জানিয়ে দেয়, মুম্বই বিস্ফোরণের প্রত্যেক অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করা হল।
দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ পেশ করা যায়নি। এই অভিযুক্তরাই যে বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা বিশ্বাস করা খুবই কঠিন। অপরাধ প্রমাণে সরকার সম্পূর্ণ ব্যর্থ, এমনটাই জানায় দুই বিচারপতির বেঞ্চ। এছাড়াও সাক্ষীদের বয়ানে অসঙ্গতির অভিযোগও রয়েছে। যদিও আদালতের এই রায়ের তীব্র নিন্দা করেন শিব সেনা সাংসদ মিলিন্দ দেওরা। মুম্বইকর হিসাবে এই রায় মানতে পারছেন না বলে জানিয়েছিলেন তিনি।
এবার বম্বে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করল মহারাষ্ট্র সরকার। সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই মামলার দ্রুত শুনানি হওয়া দরকার। সেই আবেদনে সাড়া দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। আগামী ২৪ জুলাই এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, বম্বে হাই কোর্টের রায়ে মুখ পুড়েছে মহারাষ্ট্র এটিএসের। তারাই গোটা ঘটনার তদন্ত করছিল।