দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:একই বিছানায় শুয়ে যুগলরা একসঙ্গে নীলছবি দেখছেন—এই দৃশ্য আজকাল খুব সাধারণ। দেখার সময়েই শরীরে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনার ঢেউ, যেন বিদ্যুতের ঝলক। সেই মুহূর্তে সঙ্গিনীকে জড়িয়ে শুরু হয় উত্তাল যৌন মিলন। কিন্তু সেই উত্তেজনা টেকে না বেশিক্ষণ—মাত্র কয়েক মিনিটেই সব শেষ। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা একেবারেই স্বাভাবিক নয়। দীর্ঘদিন এমন চলতে থাকলে মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতায় ফাটল ধরতে পারে, যার প্রভাব পড়তে পারে সম্পর্কের স্থায়িত্বেও।
বহু যুগলের উপর সমীক্ষা করে আমেরিকার এক সংস্থা। তাদের দাবি, নীলছবি দেখে শরীরে যৌন শিহরণ খেলে যায় এমন মানুষের সংখ্যা কম নয়। তবে এভাবে যাঁরা অভ্যস্ত তাঁদের যৌন জীবন নাকি ততটা রোমাঞ্চকর নয়। কারণ, নীলছবি দেখে অল্প সময়ের জন্য় শরীরে শিহরণ তৈরি হয়। আবার উলটো দিকের যৌনসঙ্গী সেভাবে সুখ পাওয়ার আগে আরেকজনের চাহিদা মিটে যায়। তাই যৌনজীবন সেভাবে উপভোগ করা যায় না। দীর্ঘদিন এই অভ্যাসের ফলে শীঘ্রপতনের মতো সমস্যা দেখা দিতে পারে।
আবার ধরুন, নীলছবি দেখে একজন হয়তো শরীরী চাহিদা না মিটিয়ে থাকতে পারছেন না। কিন্তু উলটোদিকের মানুষর সেই সময় যৌনতার কোনও ইচ্ছা নেই। বেশি জোরাজুরি করলে সঙ্গীর সঙ্গে এক বিছানায় শরীরী খেলা হয়তো হবে। তবে মানসিক দূরত্ব যে এক লহমায় অনেকটা বাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই বিশেষজ্ঞদের মতে, নীলছবি দেখে যৌনতায় মেতে ওঠার অভ্যাস আজই ছেড়ে দিন। তার চেয়ে ফোরপ্লে-র উপর জোর দিন। সঙ্গিনীর স্তন স্পর্শ করুন। হাত রাখুন যৌনাঙ্গে। প্রেমের বুলি আওড়ান। তাহলেই দেখবেন ধীরে ধীরে দু’জনের শরীরই যৌনতায় সাড়া দিতে শুরু করবে। বিছানায় হয়ে উঠবেন একে অপরের পরিপূরক। মিটবে দু’জনের শরীরী চাহিদা। আর তাতেই আরও রঙিন হয়ে উঠবে সম্পর্ক।