Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Life Style News

7 hours ago

Yoga for Pain Relief:"ওঠাবসা করলেই পায়ে টান বা ব্যথা? দীর্ঘক্ষণ বসে থাকলেই ফুলে যাচ্ছে পা? সহজ কিছু যোগাসনে মিলবে আরাম"

Yoga for leg pain relief
Yoga for leg pain relief

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: পায়ের যন্ত্রণা আজকাল অনেকের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। বয়স ত্রিশ পেরোলেই হাঁটু, কোমর বা পায়ের ব্যথা যেন এক সাধারণ সমস্যা। কেউ ওঠাবসা করতে গিয়ে কষ্ট পান, আবার কেউ একবার বসলে সহজে উঠতেই পারেন না। অনেকের ক্ষেত্রে দীর্ঘক্ষণ বসে থাকলেই পা ফুলে যায়। শুধুমাত্র গরম সেঁক বা ওষুধ খেয়ে সাময়িক আরাম পাওয়া গেলেও, স্থায়ী সমাধান মেলে না। এই পরিস্থিতিতে যোগাসন হতে পারে কার্যকর বিকল্প। বিশেষ কিছু যোগপদ্ধতি নিয়ম করে অভ্যাস করলে স্বল্প সময়ের মধ্যেই মিলতে পারে ব্যথার থেকে স্বস্তি।

উপবিষ্ট সারস আসন হল যোগের এমন এক পদ্ধতি, যাতে শরীরের নিম্নাংশের ব্যায়াম হয়। বসে করতে হয় এই আসন। ভঙ্গিমা অনেকটা সারস পাখির মতো দেখায়, তাই এর এমন নামকরণ। একে ক্রৌঞ্চাসনও বলা হয়।

কী ভাবে করবেন?

১) ম্যাটের উপর পা দু’টি সোজা করে বসুন।

২) এর পর ডান পা ভাঁজ করে বুকের কাছে আনুন এবং ডান গোড়ালি বাম ঊরুর উপর রাখুন।

৩) বাঁ পা ভাঁজ করে ডান পায়ের পাশে রাখুন।

৪)শ্বাস নিতে নিতে শরীরের উপরের অংশ সামনে ঝোঁকান এবং দুই হাত দিয়ে পায়ের পাতা ধরুন।

৫) কিছু ক্ষণ এই অবস্থায় থাকুন এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন।

৬) ওই ভঙ্গিমায় ২০ সেকেন্ড থেকে পা বদল করুন।

লাভ কী হবে?

মেরুদণ্ডের জোর বাড়বে।

নিতম্বের অসাড়তা কাটবে। একটানা বসে থেকে পা-কোমর ও নিতম্বে অসাড়তা এলে এই আসন অভ্যাস করা ভাল।

তলপেটের মেদ কমবে।

শরীরের নমনীয়তা বাড়বে।

ফুসফুসের জোর বাড়বে।

রজোনিবৃত্তির পরে আসনটি অভ্যাস করলে হরমোনের ভারসাম্য বজায় থাকবে।

কারা করবেন না?

মেরুদণ্ডে আঘাত পেলে বা অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।

অন্তঃসত্ত্বা অবস্থায় এই আসন করা উচিত নয়।

উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগ থাকলে, এই আসন প্রশিক্ষকের পরামর্শ ছাড়া করা যাবে না।

You might also like!