Festival and celebrations

3 hours ago

Durga Puja 2025: শ্যামবাজারে দুর্গাপুজোর নতুন চমক, থিম নয়—এবার থিমই ‘আবেশ’

Durga Puja 2025
Durga Puja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো হিসেবে পরিচিত শ্যামবাজার পল্লী সংঘ—যা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার পুজো নামেই বেশি পরিচিত—চলতি বছরে পা দিল ৬৫ বছরে। এবারের ভাবনা একেবারে অন্যরকম। দর্শকদের মনে ‘আবেশ’ ছড়িয়ে দেওয়াই এবার মূল উদ্দেশ্য। সেই আবেশ নিয়েই শুরু হল পুজোর শুভ সূচনা, আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে।  শ্যামবাজার পল্লী সংঘের খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন তাঁদের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।বরাবরের মতো শাড়িতেই ধরা দিলেন তিনি। নিজে হাত লাগান খুঁটিতে। পোঁতা হল খুঁটি। শুরু হল পুজো। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তর কলকাতার অন্যতম পুজো শ্যামবাজার পল্লী সংঘের পুজো। এবার তাঁদের মৃৎ শিল্পী নবকুমার পাল। তাঁর হাত ধরেই তৈরি হচ্ছে দেবী প্রতিমা। থিমের দায়িত্ব সামলাচ্ছেন অর্ক চক্রবর্তী ও শ্রেয়সী ব্যানার্জি। কিছু পুরনো জিনিসের মোহ কাটে না। তবে পুরনো মুছে গিয়ে নতুন কিছু জায়গা করে নেয়। এর মাঝেই কিছু আবেশ থাকে। এমন কিছু জিনিস যার আবেশ কাটতে চায় না। পুরনো চিঠির খাম খোলা আনন্দ, পৈতৃক ভিটে, পুরনো রেকর্ড সহ আরও নানান কিছু। পুজোর চারদিন একজন বৃদ্ধের একাকী যাপন ও তাঁর অপেক্ষা নিয়ে মূলত ‘আবেশ’-এর থিম পরিকল্পনা করেছেন আয়োজকেরা। কিছুদিনের মধ্যেই শুরু হবে কাজ। আবেশে একটি ইন্টারনাল বিষয় অর্থাৎ সেই বিষয়ে থিমে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছে দুই তরুণ তুর্কি। অর্ক ও শ্রেয়সীর চোখে মুখে সেই চ্যালেঞ্জের ছাপ স্পষ্ট।

খুঁটি পুজোর উদ্বোধনে এসে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা  জানালেন ‘এবারের থিম ‘আবেশ’। যে আবেশে বুঁদ হবেন দর্শনার্থীরা। তিনি আশাবাদী তাঁদের এবারের ৬৫ বছরের পুজো মানুষের কাছে একটা আলাদা আনন্দ তৈরি করবে। এই পুজো প্রতিবারই কিছু না কিছু উপহার দেয়। প্রতিবারই থিমের পুজো করে থাকে শ্যামবাজার পল্লী সংঘ। আর এবার ‘আবেশ’ তৈরি করতে চাইছে তারা।

You might also like!