International

7 hours ago

White House Security Alert: ফেন্সিংয়ে ছোড়া হয় মোবাইল, বন্ধ করে দেওয়া হল হোয়াইট হাউস

White House lockdown
White House lockdown

 

ওয়াশিংটন, ১৬ জুলাই : আমেরিকার হোয়াইট হাউস কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হল। হোয়াইট হাউসের নর্থ লনের ফেন্সিংয়ে কোনও একটি বস্তু আচমকা ছোড়া হয় বলে অভিযোগ। নিরাপত্তার খাতিরে সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ফেন্সিংয়ের উপর একটি মোবাইল ছুড়ে ফেল হয়েছিল।


স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। আচমকা কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি নর্থ লনের নিরাপত্তা বেষ্টনীর উপর দিয়ে একটি মোবাইল ফোন ছোড়ে বলে হোয়াইট হাউস সূত্রের খবর। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে মার্কিন সিক্রেট সার্ভিস। গোটা এলাকায় কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় , যার ফলে হোয়াইট হাউস প্রাঙ্গণ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলেন।

You might also like!