Country

7 hours ago

Doda Road Accident: ডোডায় গভীর খাদে পড়ে গেল টেম্পো ট্রাভেলার; মৃত্যু ৩ জনের, আহত ১০

Doda Road Accident
Doda Road Accident

 

শ্রীনগর, ১৫ জুলাই : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি টেম্পো ট্রাভেলার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও ১২ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ডোডা জেলার পোন্ডার কাছে ভরথ-বাগলা সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, জেকে ০৬ ৪৮৪৭ নম্বরের একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান, পরে আরও দু'জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২ জন গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য ডোডার সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও নির্ধারণ করা হয়নি। আহত ১২ জনের মধ্যে ৫ বছরের একটি শিশুও রয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং টুইট করেছেন, "ডোডা শহর থেকে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার দূরে ভার্ট গ্রামের কাছে একটি বেসরকারি টেম্পো সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ডোডার জেলা প্রশাসক হরবিন্দর সিং-এর সঙ্গে কথা বলেছি। সম্ভাব্য সকল সাহায্য এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"

You might also like!