Country

6 hours ago

Chhattisgarh Railway News: আজ থেকে ফের চালু হল করোনাকালে বন্ধ থাকা ১৩টি ট্রেন

Chhattisgarh Railway News
Chhattisgarh Railway News

 

রায়পুর, ১৫ জুলাই : করোনার সময় ছত্তিশগড়ে বন্ধ থাকা ১৩টিরও বেশি লোকাল ট্রেন মঙ্গলবার থেকে ফের চালু হল। দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে (এসইসিআর) রেলওয়ে বোর্ডের অনুমতি পাওয়ার পর পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার থেকে এই সমস্ত ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে। দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে এই ট্রেনগুলি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এটি দুর্গ, রাজনন্দগাঁও, গোন্ডিয়া, কাটাঙ্গি, রায়পুর, ডোঙ্গারগড় এবং বালাঘাটের মতো ছোট-বড় স্টেশনগুলির যাত্রীদের স্বস্তি দেবে মনে করা হচ্ছে। রাজনন্দগাঁওয়ের সাংসদ সন্তোষ পান্ডে বলেন, তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এই বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করেছেন এবং জুন মাসে বিভাগীয় পর্যায়ের বৈঠকেও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে পেশ করা হয়েছে। রেল প্রশাসনের মতে, গোন্ডিয়া-কাটাঙ্গি, রায়পুর-ডোঙ্গারগড়, রায়পুর-গেভরা রোড, তুমসার রোড-বালাঘাট সহ ১৩টি মেমু এবং ডেমু লোকাল ট্রেন ১৫ জুলাই থেকে চলাচল শুরু করবে। ১৭ জুলাইয়ের মধ্যে সমস্ত রুট সম্পূর্ণরূপে স্বাভাবিক করা হবে।


You might also like!